প্রকাশ্যে স্বচ্ছ লটারির মাধ্যমে চুয়াডাঙ্গার জীবননগর পৌর এলাকার জন্য ৬ জন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় এই লটারি কার্যক্রমের উদ্বোধন করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীন।
লটারির মাধ্যমে হাসপাতাল রোড সিনেমা হলের সামনে ১ নম্বর কেন্দ্রের জন্য নির্বাচিত হয়েছেন মো. আবুল হোসেন চোখা। নারায়ণপুর মোড় ২ নম্বর কেন্দ্রের জন্য লটারিতে বিজয়ী হয়েছেন মমিন, জীবননগর মুক্তিযোদ্ধা অফিসের সামনে ৩ নম্বর কেন্দ্রের জন্য লটারিতে বিজয়ী হয়েছেন সাব্বির আহসান অয়ন, জীবননগর বাসস্ট্যান্ড ৪ নম্বর কেন্দ্রের জন্য লটারিতে বিজয়ী হয়েছেন জাহাঙ্গীর আলম, প্রাণিসম্পদ অফিসের সামনে ৫ নম্বর কেন্দ্রের জন্য লটারিতে বিজয়ী হয়েছেন মো. আক্তারুজ্জামান আর জীবননগর চাল বাজার ৬ নম্বর কেন্দ্রের জন্য বিজয়ী হয়েছেন মো. মোকসেদুর রহমান রিমন।
এ বিষয়ে জীবননগর উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীন বলেন, প্রকাশ্যে স্বচ্ছ লটারির মাধ্যমে ৬ জন ডিলার বিজয়ী হয়েছেন। তারা ডিলার হিসেবে নিয়োগ পাবেন। যারা বিজয়ী হতে হতে পারেনি তারা আগামীতে বিজয়ী হবেন। আমি আশা রাখব, সবাই নিয়ম মেনে সকল কার্য়ক্রম পরিচালনা করবেন। কেউ অনিয়ম করবেন না। বিজয়ীদের জন্য শুভকামনা।
উল্লেখ্য, সম্প্রতি জীবননগর পৌর এলাকায় ৬ জন ওএমএসের ডিলার নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়। গত ১৫ জুলাই আবেদনের শেষ দিন পর্যন্ত ৩০ জন আবেদন জমা দিয়েছিলেন। জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেনের নেতৃত্বে যাচাই-বাছাই কমিটি অনিয়ম ও বিভিন্ন কারণে ৫ জনের আবেদন বাতিল ঘোষণা করেছে। ২৫ জনের আবেদন বৈধ ছিল। আজ লটারির মাধ্যমে তাদের মধ্যে থেকে ৬ জনকে ডিলার হিসেবে নিয়োগ পান।