× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

খালেদা জিয়ার কণ্ঠ নকল করে চাঁদাবাজি, জব্দ সাড়ে ৫ কোটি টাকা

ডেস্ক রিপোর্ট।

৩১ জুলাই ২০২৫, ১৫:০৪ পিএম

ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কণ্ঠ নকল করে এবং তার লিয়াজোঁ অফিসার পরিচয়ে চাঁদাবাজি মাধ্যমে বিপুল অর্থ আদায়ের ঘটনায় মোতাল্লেস হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

চাঁদাবাজি মাধ্যমে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে মোতাল্লেস হোসেন ও তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা ১৩টি ব্যাংক হিসাব ফ্রিজ করেছে সিআইডি, যেখানে মোট ৫ কোটি ৫০ লাখ টাকার বেশি অর্থ পাওয়া গেছে।

সিআইডির তদন্তে উঠে আসে, মোতাল্লেস হোসেন নিজেকে বেগম খালেদা জিয়ার ঘনিষ্ঠ এবং লিয়াজোঁ অফিসার পরিচয় দিয়ে বিভিন্ন পর্যায়ের প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেন। তিনি ফোন কলে খালেদা জিয়ার মতো কণ্ঠস্বর নকল করে কথা বলে প্রতারণামূলকভাবে আস্থা অর্জন করতেন এবং আর্থিক সুবিধা আদায় করতেন।

সিআইডি জানায়, এই প্রতারণা চক্রে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং ব্যাংক হিসাব জব্দের পাশাপাশি প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তদন্তের অগ্রগতি অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.