× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গোপালগঞ্জে প্রেসক্লাবে চুরির ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ

গোপালগঞ্জ প্রতিনিধি।

৩১ জুলাই ২০২৫, ১৮:১৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

গোপালগঞ্জ প্রেসক্লাব ও সময় টিভির স্থানীয় কার্যালয়ে চুরির ঘটনায় মো. রইচ শেখ (২২) নামে একজনকে গ্রেপ্তার করেছে সদর ফাঁড়ি পুলিশ। তিনি খুলনার তেরখাদা উপজেলার বাসিন্দা ও গোপালগঞ্জ শহরের নবীনবাগ এলাকার ভাড়াটিয়া।

এ ঘটনায় সদর থানায় এফআইআর নং ২৮/২৯১, তারিখ: ৩১ জুলাই ২০২৫, দায়ের করা হয়। দণ্ডবিধির ৪৫৭/৩৮০ ধারা অনুসারে মামলা রুজু হয়েছে।

সদর ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুস সালাম বলেন, “তদন্ত সাপেক্ষে তাকে গ্রেপ্তার করা হয়েছে।”

উল্লেখ্য, গত ২৫ জুলাই রাতে প্রেসক্লাব ভবনের দুটি কক্ষ ও সময় টিভির অফিসে চুরির ঘটনা ঘটে। ল্যাপটপ, টিভি, মোবাইল, সিলিং ফ্যানসহ বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী ও গুরুত্বপূর্ণ কাগজপত্র খোয়া যায়।

চুরির ঘটনায় ক্ষুব্ধ সাংবাদিকরা। পুলিশ জানায়, মালামাল উদ্ধারে অভিযান চলছে। পরে দ্রুত আসামিকে আদালতের নির্দেশে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.