বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ছাত্রবিষয়ক সম্পাদক এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি রকিবুল ইসলাম বকুলের রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদল।
বুধবার (৩০ জুলাই) বিকালে জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ আয়োজন অনুষ্ঠিত হয়। ধোলাইখাল গোয়ালঘাটলেন জামে মসজিদের ইমাম মাহফিলে দোয়া পরিচালনা করেন।
দোয়া মাহফিলে বিএনপি ছাত্রবিষয়ক সম্পাদকের আশু সুস্থতা কামনা করা হয়। এতে জবি ছাত্রদলের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন যুগ্ম আহ্বায়ক সাখাওয়াতুল ইসলাম খান পরাগ, ফারুক হোসেন, কাওসার হোসেন, মনিরুজ্জামান মহসিন, ইয়াসিন আরাফাত, মোবারক হোসেন, মনির হোসেন, রায়হান হোসেন অপু, মাহমুদ হাসান প্রধান, রবিন মিয়া শাওন।
এছাড়াও উপস্থিত ছিলেন সাজু মিয়া, আবদুল্লাহ আল মামুন, সাগর, মনিরুজ্জামান মনির, মাসফিকুল রাইন, রুবায়েত, আহাদ, ইভান, মুসফিক, আশরাফুল, সৌরভ, টিঙ্কু, তারেক, আবু হুরায়রা, মুসফিকুল প্রমুখ।
ছাত্রদলের নেতাকর্মীরা রকিবুল ইসলাম বকুলের দ্রুত আরোগ্য কামনা করে দেশব্যাপী নেতাকর্মীদের কাছে তার জন্য দোয়া চেয়েছেন।