× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মোহাম্মদপুরে একই পরিবারের ৭ জনকে হত্যাচেষ্টা, গ্রেপ্তার ৪

ডেস্ক রিপোর্ট।

৩১ জুলাই ২০২৫, ১৯:০১ পিএম । আপডেটঃ ৩১ জুলাই ২০২৫, ১৯:০৭ পিএম

ছবি: সংগৃহীত

ঢাকার মোহাম্মদপুরে একই পরিবারের ৭ জনকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।    

গ্রেপ্তারকৃতরা হলেন পাটালি গ্রুপের মো. হাসান ওরফে পাটালি হাসান (২২), মো. ফরহাদ (২৩), মো. আলমগীর ওরফে ফর্মা আলমগীর (৩৭) ও মো. রফিক (২৩)।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিবি জানায়, মোহাম্মদপুরের জাফরাবাদ ইত্যাদির মোড়ে গত ১৪ মে দিনগত রাতে আনোয়ার হোসেনের বসতবাড়ির সামনে পাটালি হাসানের নেতৃত্বে কিশোর গ্যাংয়ের সদস্যরা দেশীয় অস্ত্র ও চাপাতি নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে আনোয়ারসহ তার পরিবারের সাত সদস্য গুরুতর আহত হন। 

ভয়াবহ এই ঘটনায় মোহাম্মদপুর থানায় হত্যাচেষ্টার একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। এরপর তেজগাঁও বিভাগের একটি চৌকস আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার ভোরে জিগাতলা এলাকায় অভিযান পরিচালনা করে ফরহাদকে গ্রেপ্তার করে।

ফরহাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কেরানীগঞ্জের ঘাটারচর এলাকা থেকে হাসান, আলমগীর ও রফিককে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে হামলায় ব্যবহৃত চারটি চাপাতি উদ্ধার করা হয়। 

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন জানিয়ে ডিবি আরও জানায়, কিশোর গ্যাং গ্রুপের অন্যান্য পলাতক সদস্যদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.