× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কোন দাবি থেকেই আমরা সরে আসিনি, সংগঠিত হয়ে জনগণের দাবি আদায় করবো:নাহিদ ইসলাম

জাহিদ সরকার মনির পলাশ, নরসিংদী প্রতিনিধি।

৩১ জুলাই ২০২৫, ১৯:৩৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

জাতীয় নাগরিক পার্টির আহাব্ব্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বৈষম্যহীন বাংলাদেশ করার জন্য এক বছর পর আবারও দেশ গড়তে মাঠে নেমেছি।

এক বছরে নানা ষড়যন্ত্র হয়েছে, আমাদের বাধাগ্রস্থ করা হয়েছে। সংস্কার কাজ এগিয়ে নিতে দেয়া হয়নি, নতুন সংবিধান সংস্কারসহ ফ্যাসিস্ট রাষ্ট্রপতিকেও অপসারণ করতে দেয়া হয়নি, দেয়া হয়নি ঘোষণাপত্র। আমরা কোন দাবী থেকেই সরে আসিনি। আমরা সংগঠিহ হয়ে আবারও জনগণের দাবী আদায় করবো। গণ অভ্যুত্থ্যানের দাবীতে মানুষ নেমে এসেছিল সন্ত্রাস-চাদাবাজদের দাবীতে আবারও ৩ আগস্ট শহিদ মিনারে একত্রিত হবে।

নানা ষড়যন্ত্র, হামলার মাধ্যমে এনসিপিতে বাধা দেয়ার চেষ্টা করা হয়েছে। আগামীর সংসদে, আগামীর বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টির জয় জয়গান হবেই। এজন্য জাতীয় নাগরিক পার্টিকে শক্তিশালী করুন, ইনশাআল্লাহ আমাদের বিজয় আসবে।

ছাত্র উপদেষ্টা নিয়ে সম্প্রতি নানা ষড়যন্ত্র চলছে, তারা নাগরিক পার্টির কেউ নয়, তারা গণঅভ্যুত্থ্যানের প্রতিনিধি। তাদের পদত্যাগ করে বাধ্য করা হচ্ছে, এসবও রুখে দিতে হবে। বিচার-সংস্কার এবং নতুন সংবিধানের দাবীতে শহীদ মিনার থেকে নতুন বাংলাদেশের ইশতিহার ঘোষণা হবে। 
 
তিনি বুধবার (৩০ জুলাই) বিকেলে নরসিংদী পৌরসভার সামনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আয়োজিত দেশ গড়তে জুলাই পদযাত্রায় উপস্থিত হয়ে এসব কথা বলেন। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের সঞ্চালনায় পথ সমাবেশে বক্তব্য রাখেন মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ন আহব্বায়ক সামান্তা শারমীন, সিনিয়র যুগ্ন সদস্য সচিব ডা. তাসনিম জারা, সংগঠক এডভোকেট শিরিন আক্তার শেলীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.