× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঈশ্বরদীতে বিএনপির নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি-সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে যুবদল নেতা জুবায়ের হোসেন বাপ্পির সংবাদ সম্মেলন

০১ আগস্ট ২০২৫, ১৮:৪৯ পিএম

আওয়ামীলীগ সরকার পতনের পর থেকে পাবনার ঈশ্বরদী উপজেলার বিভিন্ন স্থানে বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দলের নাম ভাঙ্গিয়ে একদল ব্যক্তির চাঁদাবাজি, দখলবাজি ও মাদক সিন্ডিকেট গড়ে তোলার অভিযোগে সংবাদ সম্মেলন হয়েছে ঢাকায়। ০১ আগস্ট, ২০২৫, শুক্রবার, বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোটার্স ইউনিটিতে অবস্থিত ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব) মিলনায়তনে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ঈশ্বরদী উপজেলা যুবদলের সংগঠক ও ঈশ্বরদী সরকারী কলেজ শাখার সাবেক ছাত্রদল নেতা মোঃ জুবায়ের হোসেন বাপ্পি।

লিখিত বক্তব্যে বাপ্পি বলেন, “পাবনার ঈশ্বরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নাম ভাঙ্গিয়ে ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু, তার ভাই ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি সামছুদ্দিন আহমেদ মালিথা গং ঈশ্বরদী উপজেলা ও তাঁর আশপাশের এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে। এসব ঘটনায় দল থেকে তাদেরকে বহিষ্কার করা হলেও, তাদের বেপরোয়া কর্মকান্ড থামছেই না। ঈশ্বরদী উপজেলার বিভিন্ন স্থানে বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দলের নাম ভাঙ্গিয়ে দল থেকে বহিষ্কৃত এসব সন্ত্রাসীরা চাঁদাবাজি, জমি দখলবাজি ও মাদক সিন্ডিকেট গড়ে তুলেছে। ক্যাডার বাহিনী দিয়ে সরকারি খাস জমি, ব্যক্তিগত জমি, মসজিদের জমি দখল, এক জায়গার ইজারা নিয়ে পৌর এলাকার দশ জায়গায় সরকার নির্ধারিত টাকার চেয়ে বেশি চাঁদা আদায়, বালুমহাল জবর-দখলের চেষ্টা, দিনে-দুপুরে গুলি ছোড়াসহ নানা ধরনের সন্ত্রাসী কর্মকান্ডের সাথে লিপ্ত রয়েছে।”

তিনি আরও বলেন, “এই ক্যাডার বাহিনীর কারণে আজ ঈশ্বরদী উপজেলার অনেক গ্রামের মানুষ বাড়ি ছাড়া, সহায়-সম্বলহীন হয়ে পড়েছে। এই চক্রের জাকারিয়া পিন্টু ও তার ভাই মেহেদির বিরুদ্ধে রয়েছে মোট ৬৭টি মামলা, যার মধ্যে ১৬টি হত্যা মামলা, অপহরণ, ধর্ষণ, বিস্ফোরক দ্রব্য আইন, অস্ত্র, ডাকাতি, সন্ত্রাসী হামলা ও চাঁদাবাজির মামলা তো আছেই। নিজ ভাইকে হত্যাসহ অভিযুক্ত এই সন্ত্রাসীদের বিরুদ্ধে থাকা হত্যা মামলাগুলোর অধিকাংশই বিএনপি’র নেতাকর্মী হত্যার। এসব মামলার বেশিরভাগ পাবনার ঈশ্বরদী ও লালপুর থানায় নথিভূক্ত। এছাড়াও গত বছরের ৫ আগষ্টের পর থেকে পিন্টু-মেহেদিরা আরও বেপরোয়া হলেও সামছুদ্দিন মালিথা গংদের চাপে অসংখ্য চাঁদাবাজি, ভাংচুর, জমি দখলের অভিযোগ আইনশৃঙ্খলা বাহীনির কাছে জমা দিতে পারছেন না ভূক্তভোগীরা।”

বাপ্পির দাবি, এসব কর্মকান্ডের প্রতিবাদ করায় গত ১৯ জুলাই ভোরে প্রায় ১০-১২ জন থেকে ব্যক্তি দেশি-বিদেশী অস্ত্র-সস্ত্রসহ তার বাড়িতে আক্রমণ করেছে। এসময় তারা তাকে হত্যার হুমকিও দেয়। এসব ঘটনায় স্থানীয়ভাবে আইনি সহায়তা না পেয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে নিজের নিরাপত্তা চান তিনি।

সংবাদ সম্মেলনে দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ সুলভ মালিথা, দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সেক্রেটারি নাজমুল হোসেন মুকুল, ঈশ্বরদী উপজেলা তাতী দলের সাধারন সম্পাদক পারভেজ আহম্মেদ পলাশ, দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সহ-সাধারন সম্পাদক আজমল হোসেন, দাশুড়িয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম, দাশুড়িয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব বিপুল হোসেন মোল্লা, দাশুড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সাধারন সম্পাদক রাকিবুল ইসলাম লাকি, দাশুড়িয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক দুলাল মন্ডল, দাশুড়িয়া ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক মোঃ মহিদুল ইসলাম, দাশুড়িয়া ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব মোঃ শহিদুল ইসলাম শহিদ মণ্ডল, ঈশ্বরদী উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ হেদায়েতুল ইসলাম অনিক, ঈশ্বরদী থানা যুবদল কর্মী শামসুজ্জোহা তুহিন,  ঈশ্বরদী উপজেলা যুবদলের নির্যাতিত কর্মী রেশিম, ঈশ্বরদী পৌর যুবদল নেতা রতন হোসেন, পৌর ছাত্রদল নেতা রাফি হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দল সদস্য আশিক হোসেন, ঈশ্বরদী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সাবেক সিনিয়র সহ-সভাপতি নাসির হোসেন, পাবনা জেলা ছাত্রদল সদস্য সম্রাট হোসেন ও ঈশ্বরদী সরকারি কলেজ শাখা ছাত্রদল সদস্য খালেদ বিন পার্থিব, প্রমুখ উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.