× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দৌলতপুরে রজনী ইসলামের কবরে বাংলাদেশ বিমান বাহিনীর শ্রদ্ধা নিবেদন

রাকিব আলী দৌলতপুর কুষ্টিয়া প্রতিনিধি।

০২ আগস্ট ২০২৫, ১৩:৩৯ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

রাজধানীর মাইলস্টোন বিমান দুর্ঘটনায় নিহত কুষ্টিয়ার দৌলতপুরের গৃহবধূ রজনী ইসলামের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে যশোর বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল। 

শুক্রবার দুপুর ২ঃ০০ টার দিকে উপজেলার সাদিপুর গ্রামের কবরস্থানে উপস্থিত হয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রতিনিধি দলটি। পরে রজনী ইসলামের কবরে ফাতেহা পাঠ এবং দোয়া করে পুষ্পস্তাবক অর্পণের মধ্য দিয়ে মৃতকে সম্মান জানিয়ে গার্ড অফ অর্নার প্রদান করেন তারা । 

এর আগে বিমান বাহিনীর প্রতিনিধি দলের  কর্মকর্তারা নিহত রজনী ইসলামের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তার পরিবারের সদস্যদের সার্বিক খোঁজখবর নেন এবং রজনী ইসলামের সন্তানদের বিভিন্ন সময়ে সার্বিক সহায়তারও আশ্বাস দেন।

এ সময় বাংলাদেশ বিমান বাহিনীর প্রতিনিধি দলের প্রধান হিসেবে উপস্থিত ছিলেন, যশোর বিমান বাহিনীর উইং কমান্ডার আব্দুল বারী ও উইং কমান্ডার মোনালিসা।
সহ দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী, দৌলত থানার ওসি সোলায়মান শেখ এবং মরহুমা রজনী ইসলামের পরিবারের সদস্যরা।

উল্লেখ্য দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সাদিপুর গ্রামের জহুরুল ইসলামের স্ত্রী রজনী ইসলাম দুই ছেলে ও এক মেয়ে সন্তানের  জননী, রজনী ইসলাম রাজধানীর উত্তরায় সপরিবারে বসবাস করতেন।

বিমান দুর্ঘটনার ঐ দিন মঙ্গলবার সকালে মেয়ে ঝুমঝুমকে স্কুল থেকে আনতে গিয়ে তিনি মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন। ঝুমঝুম মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.