× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন নিয়ন্ত্রণ এক ঘণ্টায়

তালুকদার রাসেল,( স্টাফ রিপোর্টার ) ঢাকা।

০২ আগস্ট ২০২৫, ১৩:৪৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

রাজধানীর গুলিস্তানের বাণিজ্যিক ভবন সুন্দরবন স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার (০২ আগস্ট) সকাল ১০টার দিকে ভবনটির পঞ্চম তলায় আগুন লাগে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, সকাল ১০টায় আগুন লাগার খবর পেয়ে ১০টা ৩ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে একে একে ১১টি ইউনিট উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়। আগুনের গতিপ্রকৃতি পর্যবেক্ষণে ড্রোন ব্যবহার করা হয়। বেলা ১১টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের কারণ সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান  বলেন, আগুনের ভয়াবহতা দেখে আশপাশের স্টেশন থেকে একাধিক ইউনিট ডাকা হয়। ভবনটি পূর্ব থেকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ছিল। এখানে অগ্নি নির্বাপণের কোনো ব্যবস্থা ছিল না।

তিনি আরও জানান, মার্কেটটিতে ফায়ার সেফটি না থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পরপরই মার্কেটজুড়ে হাহাকার শুরু হয়। দোকানদার ও ক্রেতারা দ্রুত বেরিয়ে আসেন। অনেকে নিজের দোকানের মালামাল রক্ষায় ঝুঁকি নিয়েছেন।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভবনটির অগ্নি প্রতিরোধ ব্যবস্থা ছিল না, এবং আগে থেকেই এটি ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত ছিল। বিষয়টি নিয়ে যথাযথ কর্তৃপক্ষের আরও নজরদারি প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.