সিলেটের গোয়াইনঘাট উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক অসচ্ছল অসহায় গরিব মাদ্রাসা শিক্ষার্থীদের সুন্নতে খৎনা ও বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২ আগষ্ট সকালে সদর ইউপির পরগনা বাজার ছোরাবিয়া মাদ্রাসায় রোটারি ক্লাব সিলেট সেন্ট্রাল এর পক্ষ থেকে সুন্নতে খতনা বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অবিভক্ত পশ্চিম জাফলং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও রোটারিয়ান সাংবাদিক এম এ রহিমের সার্বিক সহযোগিতায় ও তত্ত্বাবধানে এই কার্যক্রমে বিশেষ অবদান রাখেন রোটারিয়ান আইপিপি আব্দুর রহমান। স্হানীয়ভাবে সহযোগিতা করেন পরগনা বাজার সেক্রেটারি আতিকুর রহমান।
খৎনা অনুষ্ঠান ও বৃক্ষরোপণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, মেট্রোপলিটন "ল" কলেজের অধ্যক্ষ ও পিপি রোটারি ক্লাব সিলেট সেন্ট্রাল এডভোকেট এম শহিদুল ইসলাম, রোটারিয়ান পিপি বিকাশ কান্তি দাস,রোটারিয়ান পিপি আব্দুল মুকিত,সিলেট সেন্ট্রাল রোটারি ক্লাবের ভাইস প্রেসিডেন্ট আহমেদ রশিদ চৌধুরী,রোটারি ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট রোটারিয়ান আমিনুল ইসলাম সুমন,মাওলানা মাদ্রাসার মুহতামিম মাওলানা মোস্তাক আহমদ, শিক্ষা সচিব মাওলানা জালাল উদ্দিন, জাতুগ্রাম মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা বদরুজ্জামান,শিক্ষক মাওলানা ওয়াসির আলী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এলাকার অসহায় অসচ্ছল গরিব শিক্ষার্থীদের কল্যাণে এবং পরিবেশ রক্ষায় সবুজ বনায়নে প্রকৃতির ভারসাম্য রক্ষায় দারিদ্র সীমায় বসবাস ও প্রাকৃতিক দুর্যোগপূর্ণ এলাকায় সিলেট সেন্ট্রাল রোটারি ক্লাবের এই উদ্যোগ সহ নানা কার্যক্রম অব্যাহত আছে।