বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া রাষ্ট্রকাঠামো ৩১ দফা প্রচারে আখাউড়া উপজেলার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেছে ব্রাহ্মণবাড়িয়া-৪ কসবা আখাউড়া আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নাছির উদ্দীন হাজারী ।
শুক্রবার ১ আগষ্ট আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়ন থেকে শুরু করে বিভিন্ন ইউনিয়নে জনসংযোগ ও ৩১ দফার লিফলেট বিতরণ করে পৌরসভার খড়মপুর শাহ পীর কল্লা শহীদ রহ: মাজার শরীফে জিয়া'রত ও তাবারক বিতরণের মাধ্যমে কর্মসূচি শেষ করেন।
কর্মসূচি শেষে সাংবাদিকদের প্রশ্নে নাছির উদ্দীন হাজারী বলেন,একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি আমাকে এই আসনে দলীয় মনোনয়ন দিয়েছিল কিন্তু ফ্যাসিস্ট সরকার আমাকে নির্বাচনে অংশ গ্রহণ করতে দেয় নি। আমি দুর্দিনে জেলে থাকা নেতাকর্মীদের পাশে ছিলাম, তাদের খোঁজখবর নিয়েছি। আর্থিকভাবে সহযোগিতাও করেছি। আশাকরি আগামী দিনেও দল আমাকে বিবেচনা করবেন। আমি জনগণের পাশে থাকতে চাই।