× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বড়লেখায় ফিল্মি কায়দায় ব্যাংক থেকে উত্তোলন করা অর্থ লুট, গ্রেফতার-২, নগদ অর্থ ও স্মার্টফোন উদ্ধার

মো: আব্দুল কাইয়ুম,মৌলভীবাজার প্রতিনিধি।

০২ আগস্ট ২০২৫, ১৫:১৩ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

মৌলভীবাজারের সীমান্তবর্তী উপজেলা বড়লেখার শিমুলিয়া এলাকায় পূবালী ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথে সুহাদা আক্তার নামে এক তরুণীর গতিরোধ করে গত ৩০ জুলাই ফিল্মি কায়দায় দিনদুপুরে ভ্যানেটি ব্যাগে রাখা নগদ সোয়া দুই লক্ষ টাকা সহ ব্যানেটি ব্যাগ ও সাথে থাকা স্মার্টফোন অস্ত্রের মূখে ছিনিয়ে নিয়ে যায় দুর্বিত্তরা।

ঘটনার দিন রাতে বড়লেখা থানায় ওই তরুণী বাবা আব্দুল আহাদ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এর পরই বড়লেখা থানা পুলিশ লুট হওয়া টাকা উদ্ধার সহ ঘটনা তদন্তে ব্যাপক কাজ শুরু করে। অবশেষে ওই ঘটনায় জড়িত দুইজনকে ১ আগস্ট সিলেট মহানগরীর কাজিরবাজার এলাকা থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করে বড়লেখা থানা পুলিশ। উদ্ধার করা হয় ওই তরুণীর ব্যবহৃত স্মার্টফোন, নগদ ৯৯ হাজার ৫শত টাকা, দস্যুতায় ব্যবহৃত দা, মোটরসাইকেল, হেলমেট সহ ঘটনা সংঘটিতকালে পরিহিত জামাকাপড়।

শনিবার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে টাকা লুট ও আসামী গ্রেফতার নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা। এসময় সেখানে উপস্থিত ছিলেন, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ অ্যাজমল হোসেন, বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহবুবুর রহমান মোল্লা ও পুলিশ পরিদর্শক রতন কুমার হালদার সহ পুলিশের কর্মকর্তারা।

পুলিশ সূত্র জানায়, সুহাদা আক্তার নামে এক তরুণী গত ৩০ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে পূবালী ব্যাংক বড়লেখা শাখা থেকে দুই লক্ষ টাকা উত্তোলন করে ভ্যানেটি ব্যাগে রক্ষিত নগদ ১৬ হাজার টাকাসহ সর্বমোট ২ লক্ষ ১৬ হাজার টাকা নিয়ে বাবার সাথে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে শিমুলিয়া নামক স্থানে পৌছালে ২ টি মোটরসাইকেলে করে আসা ৪ জন দস্যু তাদের পথরোধ করে। তারা বাদী ও তার মেয়ে সুহাদার আক্তার এর গলায় ধারালো দা ধরে ভয়ভীতি প্রদর্শন করে বাদীর মেয়ের সঙ্গে থাকা ভ্যানিটি ব্যাগটি ছিনিয়ে নেয়। এছাড়াও একটি স্যামসাং স্মার্টফোন,দুই ভরি রূপার চেইন ও জাতীয় পরিচয় পত্রের স্মার্ট কার্ডও নিয়ে যায়।

এ ঘটনার পর দায়ের হওয়া মামলার প্রেক্ষিতে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে পুলিশ। এর পর ১ আগস্ট সিলেট মহানগরী বিভিন্ন এলাকায় ব্যাপক অভিযান চালিয়ে ওই ঘটনায় জড়িত ২ আসামীকে মহানগরীর কাজিরবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, কুলাউড়া উপজেলার কুলাউড়া গ্রামের সেলিম আহমদ ওরফে অনিক ৫ ভটলা সেলিম (৩৭) ও সিলেট মহানগরীর টিকরপাড়া (পীরেরবাজার) এলাকার মৃত: মানিক মিয়ার ছেলে সাকিব আহমদ (২৫)। এ ঘটনায় অন্য আসামীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.