× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রামুতে ট্রেনের ধাক্কায় ৫ জন নিহত

স্টাফ রিপোর্টার (কক্সবাজার) প্রতিনিধি।

০২ আগস্ট ২০২৫, ১৬:২২ পিএম

ছবিঃ সংগৃহীত।

কক্সবাজারের রামু উপজেলার রশিদনগর পানিরছড়া-ভারুয়াখালী রেলক্রসিংয়ে ঘটেছে এক মর্মান্তিক দুর্ঘটনা। শনিবার (২ আগস্ট) দুপুরে কক্সবাজার থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেন একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন পাঁচজন। নিহতদের মধ্যে ২ জন পুরুষ, ২ জন নারী ও ১ জন শিশু রয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রেললাইনের ওপর দিয়ে পার হওয়ার সময় হঠাৎ দ্রুতগতির ট্রেনটি এসে পড়ে। ধাক্কা খাওয়ার পর অটোরিকশাটি প্রায় এক কিলোমিটার দূর পর্যন্ত ট্রেনের সাথে টেনে নিয়ে যাওয়া হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীদের শরীর ছিন্নভিন্ন হয়ে রেললাইনের পাশে ছড়িয়ে পড়ে।


তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। স্থানীয়রা জানিয়েছেন, এ রেলক্রসিংয়ে দীর্ঘদিন ধরেই নেই কোনো গেট বা দায়িত্বপ্রাপ্ত প্রহরী। ফলে এমন দুর্ঘটনার ঝুঁকি সবসময়ই থাকে।


ঈদগাঁও ইসলামাবাদ স্টেশনের সহকারী স্টেশন মাষ্টার আবদুল কাইয়ুম বলেন, দুপুর সাড়ে ১২টায় কক্সবাজার স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় পর্যটক ৮১৩ নং এক্সেপ্রেস ট্রেনটি। সেটিতেই এ দুর্ঘটনা ঘটেছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.