× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিংড়ায় রাজস্ব ফাঁকির অপচেষ্টা রোধ করলেন সাব রেজিস্ট্রার

সিংড়া (নাটোর) প্রতিনিধি।

০২ আগস্ট ২০২৫, ১৬:৪৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

নাটোরের সিংড়ায় রাজস্ব ফাঁকির অপচেষ্টা রুখে দিলেন নাটোরের সিংড়া সাব-রেজিস্ট্রার আসিফ নেওয়াজ। বৃহস্পতিবার দুপুরে সিংড়া সাব রেজিস্ট্রার কৌশলে এবং নিজ দক্ষতায় এই কাজটি করেন। 

অফিস সূত্রে জানা গেছে, সিংড়া উপজেলার সোয়াইড় গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে আরিফুল ইসলাম সাব রেজিস্ট্রারের এজলাসে একটি বিক্রয় কবলা দলিল দাখিল করেন। দলিলে সম্পত্তির বিক্রয় মূল্য দেখানো হয় ২ লক্ষ ৬১ হাজার টাকা। কিন্তু, গোপন সংবাদের ভিত্তিতে সিংড়া রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রার অনুসন্ধান করে দেখেন, আরিফুল ইসলাম বিগত ফেব্রুয়ারী মাসে একই জমি ২১ লক্ষ টাকায় এনামুল হক নামে ব্যক্তির কাছে বায়না নামা রেজিস্ট্রি করেন। 

তিনি সেই বায়না দলিলের তথ্য গোপন করে সরকারি রাজস্ব ফাঁকি দেয়ার উদ্দেশ্যে কম মূল্য দেখিয়ে রেজিস্ট্রি করার অপচেষ্টা চালান। 

শনিবার (২ আগষ্ট) দুপুরে এ বিষয়ে জানতে চাইলে সিংড়া উপজেলার সাব-রেজিস্ট্রার আসিফ নেওয়াজ বলেন, এই অপতৎপরতা রুখে দেয়া সম্ভব হয়েছে। দলিলটি সঠিক মূল্যে এবং যথাযথভাবে সরকারি রাজস্ব ও ফিসাদি পরিশোধপূর্বক রেজিস্ট্রি করানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

এ ধরনের অপতৎপরতা রোধে তিনি কার্যালয়ের কর্মচারী, দলিল লেখক সহ জনসাধারণকে সচেতন থাকতে এবং তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানান। 

উল্লেখ্য, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের নিয়ন্ত্রণাধীন নিবন্ধন অধিদপ্তর দেশের দ্বিতীয় সর্বোচ্চ রাজস্ব আদায়কারী প্রতিষ্ঠান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.