মতলব উত্তর থানা পুলিশ কর্তৃক ৬ (ছয়) কেজি গাঁজা সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
২ আগস্ট মোঃ রবিউল হক, অফিসার ইনচার্জ, মতলব উত্তর থানা, চাঁদপুর এর দিক-নির্দেশনায় অত্র থানায় কর্মরত এসআই (নিরস্ত্র) মোঃ মিজানুর রহমান-৩, এএসআই (নিঃ) মনির হোসাইন, এএসআই (নিঃ) জহিরুল ইসলাম খন্দকার সংগীয় ফোর্সসহ অত্র থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মতলব উত্তর থানাধীন সিপাইকান্দি সাকিনে বেড়ীবাধ পাঁকা রাস্তার উপর ধৃত আসামী মোঃ আল আমিন মোল্লা, পিতা- মফিজুল ইসলাম মোল্লা, পালক পিতা- মোঃ হানিফ, সাং- শেখআটি, থানা- কোতয়ালী, জেলা- যশোর, বর্তমানে- সাং- কান্দারপাড় (গাজী বাড়ী সংলগ্ন লতিফ হাজীর ভাড়াটিয়া) ১০নং বায়েক ইউপি, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া এর হেফাজত হইতে ০৬ (ছয়) কেজি গাঁজা, মূল্য অনুমান ১,২০,০০০/- টাকা উদ্ধার পূর্বক গ্রেফতার করেন।
ওসি মোঃ রবিউল হক বলেন, আটককৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে।