× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কক্সবাজারে ট্রেনের ধাক্কায় অটোরিকশার চার যাত্রী নিহত

ডেস্ক রিপোর্ট।

০২ আগস্ট ২০২৫, ১৭:১৭ পিএম

ছবি: সংগৃহীত

কক্সবাজারে ট্রেনের ধাক্কার সিএনজি চালিত অটোরিকশার চার যাত্রীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (২ আগস্ট) দুপুর ২টার দিকে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। নিহতদের মধ্যে দুইজন নারী, এক শিশু এবং অটোরিকশাচালক রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে কক্সবাজার শহরের বাইপাস সংলগ্ন রেলক্রসিংয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা পার হওয়ার সময় চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই চার যাত্রী নিহত হন।

এরপর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশের সদস্যরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈদগাঁও ইসলামাবাদ স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আবদুল কাইয়ুম বলেন, সাড়ে ১২টায় কক্সবাজার স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় পর্যটক ৮১৩ নম্বর এক্সপ্রেস ট্রেনটি। সেটিতেই এ দুর্ঘটনা ঘটেছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.