× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে নীলফামারীতে পাঁচ রেমিট্যান্স যোদ্ধাকে সম্মাননা প্রদান

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি।

০২ আগস্ট ২০২৫, ১৭:২৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে এবং ‘রেমিট্যান্স যোদ্ধা দিবস’ উপলক্ষে নীলফামারীতে আয়োজিত এক অনুষ্ঠানে দেশের সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী পাঁচ প্রবাসীকে সম্মাননা প্রদান করা হয়েছে।

শনিবার (২ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্তদের হাতে ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, নীলফামারী সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. মাসুদ রানা এবং নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম।

অনুষ্ঠানের শুরুতে ‘প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার’ এই প্রতিপাদ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মালয়েশিয়া প্রবাসী নাজমুল হুদার স্ত্রী মিতু আক্তার এবং ব্র্যাকের জেলা সমন্বয়কারী আকতার হোসেন।

আয়োজক সূত্রে জানা গেছে, এ বছর সম্মাননা প্রাপ্ত রেমিট্যান্স যোদ্ধারা হলেন মোহাম্মদ কে সরকার, নাজিমা বেগম, মেহের বানু, নাজমুল হুদা ও জয়নাল আবেদীন। তাঁরা দীর্ঘদিন বিদেশে থেকে পরিবার ও দেশের জন্য অর্থ পাঠিয়ে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, নীলফামারী যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজন করে।

এ সময় বক্তারা বলেন, দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি প্রবাসীরা। তাঁদের অবদানকে সম্মান জানানো ও মর্যাদার আসনে বসানো প্রতিটি নাগরিকের দায়িত্ব। এই ধারা অব্যাহত রাখতে হলে প্রবাসীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতেই হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.