× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ধামরাইয়ে আলাদিন পার্কে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ

মানিকগঞ্জ প্রতিনিধি।

০২ আগস্ট ২০২৫, ১৭:৫১ পিএম

ছবিঃ সংগৃহীত।

আলাদিন পার্ক অ্যান্ড রিসোর্টে অনৈতিক ও অসামাজিক কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধনে উত্তাল হয়ে উঠেছে ধামরাইয়ের আড়ালিয়া-কুল্লা এলাকা। গতকাল শুক্রবার বাদ জুমা রিসোর্টের সামনের প্রধান সড়কে শত শত নারী-পুরুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

স্থানীয় জনসাধারণের অভিযোগ, আলাদিন পার্ক অ্যান্ড রিসোর্টে দীর্ঘদিন ধরে চলছে অনৈতিক কার্যকলাপ। পার্কের ভেতরে রয়েছে অসংখ্য কামরা, যেখানে মাদকের আসর এবং দেহ ব্যবসার অভিযোগ উঠেছে। স্থানীয় নেতা জিল্লুর রহমানের নেতৃত্বে আয়োজিত এই প্রতিবাদ কর্মসূচিতে এলাকাবাসী জোর দাবি জানান—রিসোর্টটি যেন দ্রুত বন্ধ করে দেওয়া হয় এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

এলাকাবাসীর দাবি, রিসোর্টে অনেক সময় স্বামী-স্ত্রী পরিচয়ে রুম ভাড়া নেওয়া হলেও, কোনো ধরনের পরিচয়পত্র যাচাই করা হয় না। প্রতি রুম ৪-৫ হাজার এমনকি ৭ হাজার টাকায় ভাড়া দেওয়া হয় বলে জানা গেছে। এসব কর্মকাণ্ডে এলাকায় বাড়ছে সামাজিক অবক্ষয় ও যুবসমাজের নৈতিক বিপর্যয়। 

এলাকাবাসীর একটাই দাবি "আমাদের ধামরাইয়ে যেন আর কোন আলাদিন পার্ক না থাকে, যা সমাজ ধ্বংসের কারখানা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.