× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নীলফামারীতে জুলাইয়ের মায়েরা শীর্ষক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি।

০২ আগস্ট ২০২৫, ১৭:৫৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে “জুলাইয়ের মায়েরা” শীর্ষক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে নীলফামারীতে। শনিবার (২ আগস্ট) জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র।

অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোহসিন, সিভিল সার্জনের কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আতাউর রহমান, নীলফামারী শহর জামায়াতের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনিসুর রহমান আজাদ, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি তাসনিম ফৌজিয়া ওপেল, জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আব্দুল মজিদ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি ইয়াসিন আলী।

গণঅভ্যুত্থানের স্মৃতি তুলে ধরে শহিদ সাজ্জাদের মা সাহিদা বেগম বলেন, “আর যেন কোনো মায়ের বুক খালি না হয়, আর যেন কেউ সন্তান হারিয়ে না কাঁদে। আমার সন্তান হত্যাকারী শেখ হাসিনার বিচার একদিন হবেই—এই বিচার যেন দৃষ্টান্ত হয়ে থাকে।”

সমাবেশ শেষে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহিদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন কালেক্টরেট মসজিদের ইমাম মাওলানা এমদাদুল হক।

আয়োজকেরা জানান, শহিদ পরিবারকে সম্মান জানাতে ও তাদের আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতেই এই ব্যতিক্রমী আয়োজন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.