ভোলার চরফ্যাশনে সড়ক নিরাপত্তা ও সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে যৌথ বাহিনীর উদ্যোগে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (২রাআগস্ট) সকালে উপজেলা সদরের বিআরডিবি সড়কে এ চেকপোস্ট অভিযান শুরু হয়, যেখানে অংশ নেয় নৌবাহিনীর সদস্য ও ট্রাফিক পুলিশ।
অভিযান চলাকালে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালিয়ে লাইসেন্স ও হেলমেট না থাকায় বেশ কিছু মোটরসাইকেল আরোহীকে আটক ও জরিমানা করা হয়। তল্লাশির আওতায় ছিল প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেল।
চরফ্যাশন ট্রাফিক পুলিশের টিএসআই নাইম জানান, দুর্ঘটনা রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যৌথ বাহিনীর এ অভিযান চলছে। তিনি বলেন, “মোটরসাইকেল আরোহীদের অনেকে হেলমেট ব্যবহার করেন না এবং অতিরিক্ত গতিতে চলাচল করেন, যা বিপজ্জনক।”
তিনি আরও জানান, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত ও দুষ্কৃতকারীদের নিয়ন্ত্রণে রাখতে নৌবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরবচ্ছিন্নভাবে কাজ করছে।
চেকপোস্ট পরিচালনার মূল উদ্দেশ্য সড়কে শৃঙ্খলা ফেরানো ও জনগণের নিরাপদ চলাচল নিশ্চিত করা।