× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জুলাই বিপ্লব দিবস সফল করতে সীতাকুণ্ড বিএনপির প্রস্তুতি সভা

মোহাম্মদ জামশেদ আলম,সীতাকুণ্ড প্রতিনিধি।

০২ আগস্ট ২০২৫, ১৮:২৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

আসন্ন ৫ আগস্ট 'জুলাই বিপ্লব দিবস' সফলভাবে পালন করতে চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ আগস্ট) সকালে ফৌজদারহাটস্থ‌্য আসলাম চৌধুরীর বাসভবনে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদরের সভাপতিত্বে ও সদস্য সচিব কাজী মহিউদ্দিন এবং পৌর বিএনপির সদস্য সচিব সালেহ আহমেদ সলুর যৌথ সঞ্চালনায় আয়োজিত এ সভায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ আসলাম চৌধুরী বলেন,
“জুলাই বিপ্লব শুধু একটি তারিখ নয়, এটি গণতন্ত্র ও ভোটাধিকারের সংগ্রামের প্রতীক। দীর্ঘ আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট শাসনের পতন ঘটিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার যে ইতিহাস রচিত হয়েছে, তা আমাদের প্রেরণার উৎস। আজ দেশে নতুন করে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে এ থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

সভায় আরও বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দিন, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন দুলাল, দিদারুল ইসলাম মাহমুদ, মোরসালিন, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কামাল উদ্দিন, আবুল বশর ভুইয়া, নুরুল আনোয়ার, কাউন্সিলর শামসুল আলম আজাদ, মুক্তিযোদ্ধা আবুল মনসুর, উত্তর জেলা মহিলা দলের নেত্রী নার্গিস আক্তার, অ্যাডভোকেট রওশন আরা, নাজমুন নাহার নেলী, মাসুদা আক্তার, যুবদলের সাবেক সভাপতি ফজলুল করিম চৌধুরী, সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন রাজু, খোরশেদ আলম মেম্বারসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী।

সভায় দলীয় কর্মসূচি বাস্তবায়নে সমন্বিত পরিকল্পনা গ্রহণ ও মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.