× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঝালকাঠিতে নবগঠিত মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ডের পরিচিতি সভা

ঝালকাঠি প্রতিনিধি।

০২ আগস্ট ২০২৫, ১৯:১৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল কর্তৃক অনুমোদিত ঝালকাঠি জেলা কমান্ড (এডহক)-এর নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ আগস্ট) সকাল ১১টায় ঝালকাঠি শহরের মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

‎সভায় সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টু। সম্প্রতি কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল তাঁকে আহ্বায়ক করে এডহক কমিটি গঠন করে। এতে জেলার পরীক্ষিত ও সম্মানিত মুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্ত করা হয়।
‎সভায় নবগঠিত কমিটির সদস্যরা একে অপরের সঙ্গে পরিচিত হন এবং সাংগঠনিক কর্মপদ্ধতি ও আগামী দিনের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) হারুন অর রশিদ, সদস্য-সচিব বীর মুক্তিযোদ্ধা সত্যবান সেন গুপ্ত এবং সদস্যবৃন্দ—রুহুল আমিন হাং, ফজলুল হক (মিলু), নাসির উদ্দিন হাওলাদার, গোলাম মোস্তফা, সিদ্দিকুর রহমান সরদার, মো. আঃ হক জোমাদ্দার, মোঃ আলাউদ্দিন মজুমদার ও মোঃ জালাল খান।
‎সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থানে’ শহীদ হওয়া সকল বীরদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। 
‎সভাপতি মোস্তফা কামাল মন্টু বলেন, এই কমিটি কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ থাকবে না। আমরা মুক্তিযোদ্ধাদের ন্যায্য অধিকার, সম্মান ও মর্যাদা রক্ষায় সক্রিয়ভাবে কাজ করব।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.