বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল কর্তৃক অনুমোদিত ঝালকাঠি জেলা কমান্ড (এডহক)-এর নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ আগস্ট) সকাল ১১টায় ঝালকাঠি শহরের মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টু। সম্প্রতি কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল তাঁকে আহ্বায়ক করে এডহক কমিটি গঠন করে। এতে জেলার পরীক্ষিত ও সম্মানিত মুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্ত করা হয়।
সভায় নবগঠিত কমিটির সদস্যরা একে অপরের সঙ্গে পরিচিত হন এবং সাংগঠনিক কর্মপদ্ধতি ও আগামী দিনের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) হারুন অর রশিদ, সদস্য-সচিব বীর মুক্তিযোদ্ধা সত্যবান সেন গুপ্ত এবং সদস্যবৃন্দ—রুহুল আমিন হাং, ফজলুল হক (মিলু), নাসির উদ্দিন হাওলাদার, গোলাম মোস্তফা, সিদ্দিকুর রহমান সরদার, মো. আঃ হক জোমাদ্দার, মোঃ আলাউদ্দিন মজুমদার ও মোঃ জালাল খান।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থানে’ শহীদ হওয়া সকল বীরদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
সভাপতি মোস্তফা কামাল মন্টু বলেন, এই কমিটি কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ থাকবে না। আমরা মুক্তিযোদ্ধাদের ন্যায্য অধিকার, সম্মান ও মর্যাদা রক্ষায় সক্রিয়ভাবে কাজ করব।