× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাউথ এশিয়ান স্কলার্স স্কুল অ্যান্ড কলেজে আনন্দঘন ফল উৎসব

ডেক্স রিপোর্ট ।

০২ আগস্ট ২০২৫, ১৯:২২ পিএম

ছবিঃ সংগৃহীত।

রাজধানীর মিরপুরে অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান সাউথ এশিয়ান স্কলার্স স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ফল উৎসব। কোমলমতি শিক্ষার্থীদের আবহমান বাংলার নানাবিধ মৌসুমি ফল সম্পর্কে ধারণা দিতে আয়োজন করা হয় আনন্দঘন ফল উৎসবের।

গত ৩১ জুলাই ২০২৫, ক্যাম্পাসে অনুষ্ঠিত শিক্ষামূলক এই ফল উৎসবের উদ্বোধন করেন সাউথ এশিয়ান স্কলার্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান। উৎসবে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথ এশিয়ান স্কলার্স স্কুল অ্যান্ড কলেজের পরিচালক নূর ই আলম আজাদ, এডুকেশন ওয়াচের সম্পাদক মো. খলিলুর রহমান এবং স্কুলের সাবেক সিনিয়র শিক্ষিকা খাদিজা সুলতানা।

ফল উৎসব চলাকালে শিক্ষক শিক্ষিকাগণ অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মাঝে নানা জাতের দেশীয় ফলের নাম ও পরিচিতি তুলে ধরেন। এছাড়াও কথা বলেন, দেশীয় ফলের পুষ্টিগুণ ও উপকারিতা নিয়ে।

ফল উৎসবের উদ্বোধন করে সাউথ এশিয়ান স্কলার্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান বলেন, ‘বাংলাদেশ ফুল, ফসল আর ফলের দেশ। আজকের এই আনন্দময় ফল উৎসবের মূল উদ্দেশ্য হচ্ছেÑশিশুদের মৌসুমী ফলের সাথে পরিচয় করানো, অভিজ্ঞতা বিনিময় এবং সৃজনশীল কাজে উৎসাহিত করা।’  সকাল দশটা থেকে বারো ঘটিকা পর্যন্ত চলা প্রাণবন্ত এই ফল উৎসব পরিদর্শন করেন সম্মানিত অভিভাবকগণ। এ ধরণের সৃজনশীল আয়োজনের জন্য অভিভাবকগণ সাউথ এশিয়ান স্কলার্স স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান। 


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.