× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাজশাহীতে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রাণ-আরএফএল গ্রুপের এমন উদ্যোগ টেকসই উন্নয়নের অন্যতম মূল ভিত্তি

উপদেষ্টা সাখাওয়াত হোসেন

রাজশাহী ব্যুরো।

০২ আগস্ট ২০২৫, ১৯:২৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

রাজশাহীতে দুই হাজার কর্মসংস্থান সৃষ্টি ও আগামী দুইবছরের মধ্যে আরো ১০ হাজার কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে প্রাণ-আরএফএল গ্রুপ অব কোম্পানী (বরেন্দ্র রাজশাহী টেক্সটাইল লিমিটেড)। সেলক্ষে শনিবার (২ আগস্ট) টেক্সটাইল মিলের অভ্যন্তরে ‘সেলিব্রেশন-২০০০ জবস্’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করে প্রাণ-আরএফএল কর্তৃপক্ষ। 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী, জনসংযোগ বিভাগের ডিজিএম তৌহিদুজ্জামান, রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম, বাংলাদেশ টেক্সটাইল মিল কর্পোরেশনের ম্যানেজার নুরুল আলমসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও প্রাণ-আরএফএল কারখানায় কর্মরত কর্মকর্তা-কর্মচারি ও শ্রমিকরা ।

অনুষ্ঠানে উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, “প্রাণ-আরএফএল গ্রুপের এই উদ্যোগ নিঃসন্দেহে একটি যুগান্তকারী পদক্ষেপ। দীর্ঘদিন বন্ধ থাকা একটি রাষ্ট্রায়ত্ত মিল পুনরায় চালু করে এত স্বল্প সময়ের মধ্যে দুই হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি সত্যিই প্রশংসনীয়। রাজশাহী কিছু সিল্ক ফ্যাক্টরী ব্যতীত তেমন কোন মিল কারখানা নেই। তাই প্রাণ-আরএফএল’র এই উদ্যোগ শুধু একটি শিল্প কারখানা চালু হওয়া নয়, একটি অঞ্চলের আর্থ-সামাজিক পরিবর্তনের সূচনার জন্য অনেক বড় কিছু”। তিনি আরও বলেন, “বর্তমান সময়ে যখন দেশের গ্রামীণ ও প্রান্তিক জনপদের মানুষ কর্মসংস্থানের অভাবে রাজধানীমুখী হচ্ছে, তখন প্রাণ-আরএফএল এর মতো প্রতিষ্ঠান স্থানীয় পর্যায়ে শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে, যা টেকসই উন্নয়নের অন্যতম মূল ভিত্তি”।

দীর্ঘ ২২ বছর ধরে বন্ধ থাকা রাজশাহী টেক্সটাইল মিল পুনরায় চালু করে মাত্র ছয় মাসে ২০০০ কর্মসংস্থান তৈরি করতে সক্ষম হয়েছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ প্রাণ-আরএফএল। আরও ১০ হাজার কর্মসংস্থান তৈরির লক্ষ্যে টেলি মার্কেটিং, তৈরি পোশাকসহ নতুন নতুন খাতে বিনিয়োগের লক্ষ্যে কাজ করছে শিল্পগ্রুপটি। অনুষ্ঠানে কয়েকজন নতুন নিয়োগপ্রাপ্তদের হাতে নিয়োগপত্র তুলে দেন উপদেষ্টা। প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী বলেন, “আমাদের উদ্দেশ্য মহৎ। আমরা মনে করি, কাজের জন্য ঢাকায় যাওয়ার দিন ফুরিয়ে আসছে।

বরং আমরা আগামী দিনে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে শিল্প স্থাপন করে চাকরির অফার লেটার নিয়ে ঘুরবো। আমরা রাজশাহীতে শ্রমঘন শিল্পে বিনিয়োগ করছি এবং প্রচুর লোকের কাজের সুযোগ তৈরি করতে সক্ষম হচ্ছি”। তিনি আরও বলেন, “এই কারখানাটি হবে সম্পূর্ণ সাসটেইনেবল গ্রীন ইন্ডাস্ট্রিয়াল পার্ক। এ কারখানার পণ্য শতভাগ রপ্তানিমুখী হবে ।

আমরা এখানে নারীদের কর্মসংস্থান তৈরির জন্য নতুন নতুন ক্ষেত্র নিয়ে কাজ করছি। আমরা এখানে টেলি মার্কেটিং প্রতিষ্ঠা করতে যাচ্ছি যেখানে আগামী দিনে প্রচুর নারীর কর্মসংস্থান তৈরি হবে।” দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ প্রাণ-আরএফএল রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ টেক্সটাইল মিল কর্পোরেশনের (বিটিএমসি) সঙ্গে প্রাইভেট-পাবলিক পার্টনারশিপের (পিপিপি) ভিত্তিতে গত ২২ বছর ধরে বন্ধ থাকা রাজশাহী টেক্সটাইল মিল পুনরায় চালু করতে গত বছরের অক্টোবরে একটি চুক্তি স্বাক্ষর করে। গত ডিসেম্বরে বিটিএমসি’র কাছ থেকে দায়িত্ব বুঝে পাওয়ার পরপরই জীর্নশির্ণ কারখানাটি ইতোমধ্যে সচল করতে সক্ষম হয়েছে প্রাণ-আরএফএল। কারখানাতে থাকা পরিত্যাক্ত একমাত্র শেডকে মেরামত করে ইতোমধ্যেই বিভিন্ন ধরনের ব্যাগ ও জুতা উৎপাদন প্রক্রিয়া শুরু করেছে শিল্পগ্রুপটি। উৎপাদিত পণ্যগুলো বিদেশে রপ্তানি হবে বলেও জানান সংশ্লিষ্টরা। 

মূল অনুষ্ঠানের আগে প্রধান আতিথি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন সহ অন্যান্য অতিথিরা কারখানা সহ উ্ৎপাদিত পণ্য ঘুরে দেখেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.