কক্সবাজারের চকরিয়ার বদরখালী ইউনিয়নে হত্যা মামলার এক আসামিকে মুখোশ পরিহিত একদল দুর্বৃত্ত গুলি করে হত্যা করেছে। শুক্রবার (১ আগস্ট) রাত ১২টার দিকে বদরখালী ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের ৩ নম্বর ব্লকের আজমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটেছে। নিহত যুবকের নাম মোহাম্মদ সোহায়েত (৩৫)।
তিনি বদরখালী ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের ৩নং ব্লক মগনামা পাড়ার নুরুল আজিজের ছেলে। সরেজমিন গেলে প্রত্যক্ষদর্শী ও তার বাবা নুরুল আজিজের বরাত দিয়ে জানা যায়, বাবার কাছ থেকে ৫০০শত টাকা নিয়ে আজমনগর স্টেশনের দিকে ঘুরতে যায় সোহায়েত।
স্টেশনে যাওয়ার পথিমধ্যে আজমনগর স্কুলের সামনে এলে পিছন দিক থেকে ৪-৫ জন মুখোশধারী লোক ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে এসে রিকশা চলন্ত অবস্থায় সোহায়েতকে লক্ষ্য করে পিছন থেকে গুলি ছুড়ে। এসময় গুলি তার ঘাঁড়ে লাগলে সে রাস্তায় লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা সোহায়েতের হত্যাকারীদের পিছন থেকে ধাওয়া করলে ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায় তারা। এঘটনায় স্থানীয়রা ওইসব দুর্বৃত্তদের মধ্যে কাউকে চিনতে পারেনি বলে জানিয়েছেন। এঘটনার পর চকরিয়া থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়।
এবিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, পুলিশ টিম ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনার পরপরই জিজ্ঞাসাবাদের জন্য ৩জনকে আটক করে থানা আনা হয়েছে। পুলিশ টিম ঘটনার তথ্য উদঘাটনে কাজ করছে। হত্যাকান্ডে প্রকৃতভাবে জড়িতদের ধরতে পুলিশ মাঠে রয়েছে। দুর্বৃত্তের গুলিতে নিহত সোহায়েতও হত্যাসহ চারটি মামলার আসামি বলে জানিয়েছেন ওসি শফিকুল ইসলাম।