× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু

আব্দুল্লাহ আল মামুন।

০৩ আগস্ট ২০২৫, ১৭:০৬ পিএম

ছবি: সংগৃহীত

গত কয়েকদিন ধরে টানা বর্ষা। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ভৈরব নদে নদীতে পানি থই থই। এই নদে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা ১টার দিকে জীবননগর উপজেলার মুক্তারপুর গ্রামে এই ঘটনা ঘটে। 

খবর পেয়ে জীবননগর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছে। তারা লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করছেন। এদিকে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের জন্য আবেদন করেছে ওই দুই শিশুর পরিবার।

নদে ডুবে মারা যাওয়া দুই শিশু হলো জীবননগর উপজেলার মুক্তারপুর গ্রামের জুয়েল হোসেনের ছেলে জুনায়েদ (৬) ও একই গ্রামের মো. সজীবের ছেলে রিমন (৭)। 

পরিবার ও স্থানীয় বাসিন্দারা জানান, নদীতে পাট গাছ জাগ দেয়া ছিল। আজ রোববার দুপুর ১২টার দিকে নদে গোসল করতে নামে জুনায়েদ ও রিমন। তারা গোসল করতে নেমে জাগের  ওপরে খেলা করছিল। এর মধ্যে কোনো এক সময়  দুজন পানিতে ডুবে যায়। এ সময় পাশের অন্য শিশুরা চিৎকার শুরু করে। পরে আশপাশের লোকজন পানিতে নেমে মৃত অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে।

এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছে। তবে আমাদের ফোর্স যাওয়ার আগেই এলাকাবাসী লাশ দুটি উদ্ধার করে বাড়িতে নিয়ে এসেছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.