× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‎ফেনীতে পলাতক আসামি আল আমিন গ্রেপ্তার

‎শেখ আশিকুন্নবী সজীব, ফেনী প্রতিনিধি।

০৩ আগস্ট ২০২৫, ১৭:৫৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

‎কুমিল্লার অস্ত্র, ডাকাতি, চুরি ও মাদকসহ ১৬ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ফাহাদ হোসেন আল-আমিনকে ফেনী শহরের মিজান রোড থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। আল আমিন কুমিল্লার নাঙলকোট উপজেলার দক্ষিণ পাটোয়ারী গ্রামের হুমায়ুন কবিরের ছেলে।

‎র‌্যাব জানায়, র‌্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ফাহাদ হোসেন আল-আমিনকে ফেনীর মিজান রোড এলাকা থেকে গ্রেপ্তার করে। সিডিএমএস পর্যালোচনা করে দেখা যায়- ফাহাদ হোসেন আল-আমিন প্রকাশ গুরা মিয়া প্রকাশ পলাশের বিরুদ্ধে ফেনী সদর ও কুমিল্লা জেলার লাকসাম থানায় অস্ত্র, ডাকাতি, চুরি ও মাদকসহ ১৬ মামলার তথ্য পাওয়া গেছে।

‎র‌্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন বলেন, গ্রেপ্তারকৃত আল আমিনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.