কুমিল্লার অস্ত্র, ডাকাতি, চুরি ও মাদকসহ ১৬ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ফাহাদ হোসেন আল-আমিনকে ফেনী শহরের মিজান রোড থেকে গ্রেপ্তার করেছে র্যাব। আল আমিন কুমিল্লার নাঙলকোট উপজেলার দক্ষিণ পাটোয়ারী গ্রামের হুমায়ুন কবিরের ছেলে।
র্যাব জানায়, র্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ফাহাদ হোসেন আল-আমিনকে ফেনীর মিজান রোড এলাকা থেকে গ্রেপ্তার করে। সিডিএমএস পর্যালোচনা করে দেখা যায়- ফাহাদ হোসেন আল-আমিন প্রকাশ গুরা মিয়া প্রকাশ পলাশের বিরুদ্ধে ফেনী সদর ও কুমিল্লা জেলার লাকসাম থানায় অস্ত্র, ডাকাতি, চুরি ও মাদকসহ ১৬ মামলার তথ্য পাওয়া গেছে।
র্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন বলেন, গ্রেপ্তারকৃত আল আমিনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।