× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রংপুরে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী

কামরুল হাসান টিটু, রংপুর ব‌্যু‌রো

০৩ আগস্ট ২০২৫, ১৭:৫৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

রংপুরে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ উদ্‌যাপন উপলক্ষ্যে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও ‘মাদারস অব জুলাই’ চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। 

রংপুর জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত সমাবেশে অংশ নেন জুলাই অভ্যুত্থানে শহিদ ও আহতদের পরিবারের সদস্যরা।

সমাবেশে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, শহীদ জননীদের মহান আত্মত্যাগ আমাদের প্রেরণার উৎস। তাদের প্রিয় সন্তানেরা দেশের কল্যাণে জীবন উৎসর্গের মাধ্যমে নতুন ইতিহাস রচনা করেছেন। আমরা অভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি সন্মান প্রদর্শন এবং অভিভাবকদের প্রতি কৃতজ্ঞচিত্তে বলতে চাই, এই শোককে শক্তিতে পরিণত করতে হবে। তিনি একটি উন্নত, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠায় সকলকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন ও সকল অপশক্তির বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন রংপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সেলোয়ারা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলম, জুলাইযোদ্ধা ইমরান আহমেদ, নাহিদ হাসান খন্দকার, হানিফ খান সজিব, আয়ন আহসান, জামিলসহ জুলাই যোদ্ধাদের মা শিলা, কানিজ ফাতেমা, জাহানারা বেগম, নাসিমা বেগম, হাবিবা সুলতানা ও আঙ্গুরা বেগম প্রমুখ।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশের পূর্বে রংপুর জেলা তথ্য অফিসের ‍উদ্যোগে ‘মাদারস অব জুলাই’ বিষয়ক তথ্যচ্চিত্র উপস্থাপিত হয়। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.