শেরপুরের নালিতাবাড়ীতে সরকারি অর্থায়নে নির্মাণাধীন খেলার মাঠ দখলের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। রোববার (৩ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদের সামনে কলসপাড় ইউনিয়নের তারাকান্দি গ্রামের শতাধিক বাসিন্দা এ কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা জানান, সরকারের খাস খতিয়ানভুক্ত ২ একর ৬৮ শতাংশ জমি স্থানীয় প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উদ্ধার করে খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নেয়। ইতোমধ্যে মাঠে মাটি ভরাট ও মঞ্চ নির্মাণের কাজ চলছিল। তবে স্থানীয় এক দখলদার রুবেল মিয়া আদালতের মাধ্যমে একতরফাভাবে স্থায়ী নিষেধাজ্ঞা আদায় করেন। বিষয়টি উপজেলা প্রশাসনের অগোচরে ঘটে বলে জানান তারা।
বক্তারা আরও বলেন, নিষেধাজ্ঞার সুযোগ নিয়ে গত শুক্রবার বিকেলে রুবেল মিয়া ট্রাক্টর দিয়ে মাঠে হালচাষ করে এবং পরদিন শনিবার কাঁটা তারের বেড়া দিয়ে পুরো মাঠ ঘিরে ফেলেন। বর্তমানে তিনি ওই জমিতে আমন ধান চাষের প্রস্তুতি নিচ্ছেন।
মানববন্ধনে বক্তব্য দেন শফিকুল ইসলাম তালুকদার রিপন, মোস্তাফিজুর রহমান মিলন, নাদিম উদ্দিন, রফিকুল ইসলাম মিন্টু, সারোয়ার হোসেন ও আমজাদ হোসেন।
পরে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে সাক্ষাৎ করেন এবং জমি উদ্ধার ও খেলার মাঠ সংরক্ষণে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।