× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জীবননগরে তারুণ্যের উৎসব উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত।

আব্দুল্লাহ আল মামুন।

০৩ আগস্ট ২০২৫, ২১:২৯ পিএম

ছবি: সংগৃহীত

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় এবং ওয়েভ ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত “সমৃদ্ধি” কর্মসূচির আওতায় জীবননগর উপজেলায় উদযাপিত হলো ‘তারুণ্যের উৎসব ২০২৫’। এ উপলক্ষে আয়োজিত হয় পরিবেশবান্ধব বৃক্ষরোপণ কর্মসূচি।

উথলী ইউনিয়নের সিংনগর মাধ্যমিক বিদ্যালয়, সেনেরহুদা দাখিল মাদ্রাসা এবং কেডিকে ইউনিয়নের কাশিপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিটি অনুষ্ঠিত হয় ।

সিংনগর মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সভাপতি মো. আব্দুর রশিদ , প্রধান শিক্ষক মো. ফারুক হোসেন, অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, বিশেষ ব্যাক্তিবর্গ প্রমূর্খ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, “পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ একটি গুরুত্বপূর্ণ ও কার্যকর উদ্যোগ। এ ধরনের কর্মসূচি যুবসমাজকে পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে উৎসাহিত করে।” তারা আরও বলেন, “তারুণ্যের শক্তি ও পরিবেশগত দায়িত্ববোধ একত্রে কাজ করলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা সহজ হবে।”

উল্লেখ্য, ‘তারুণ্যের উৎসব ২০২৫’-এর অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে আয়োজিত কর্মসূচির ধারাবাহিকতায় জীবননগরেও এ পরিবেশবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.