পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় এবং ওয়েভ ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত “সমৃদ্ধি” কর্মসূচির আওতায় জীবননগর উপজেলায় উদযাপিত হলো ‘তারুণ্যের উৎসব ২০২৫’। এ উপলক্ষে আয়োজিত হয় পরিবেশবান্ধব বৃক্ষরোপণ কর্মসূচি।
উথলী ইউনিয়নের সিংনগর মাধ্যমিক বিদ্যালয়, সেনেরহুদা দাখিল মাদ্রাসা এবং কেডিকে ইউনিয়নের কাশিপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিটি অনুষ্ঠিত হয় ।
সিংনগর মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সভাপতি মো. আব্দুর রশিদ , প্রধান শিক্ষক মো. ফারুক হোসেন, অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, বিশেষ ব্যাক্তিবর্গ প্রমূর্খ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, “পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ একটি গুরুত্বপূর্ণ ও কার্যকর উদ্যোগ। এ ধরনের কর্মসূচি যুবসমাজকে পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে উৎসাহিত করে।” তারা আরও বলেন, “তারুণ্যের শক্তি ও পরিবেশগত দায়িত্ববোধ একত্রে কাজ করলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা সহজ হবে।”
উল্লেখ্য, ‘তারুণ্যের উৎসব ২০২৫’-এর অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে আয়োজিত কর্মসূচির ধারাবাহিকতায় জীবননগরেও এ পরিবেশবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করা হয়।