জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ইয়াবাসহ সোহেল রানা (৩৮) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (৩ আগস্ট) বিকেল ৫টা ৩০ মিনিটে নীলফামারী সদর উপজেলার কুখাপাড়া এলাকার রেললাইন সংলগ্ন একটি বাঁশঝাড় থেকে তাকে আটক করে ডিবি পুলিশ।
ডিবি সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই সোহেল রানা মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল এবং তার বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা বিচারাধীন রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে ডিবি টিম জানতে পারে যে, কুখাপাড়া এলাকার রেললাইন সংলগ্ন আফিয়ার বাঁশঝাড়ের কাছে মাদক কেনাবেচা হচ্ছে। তাৎক্ষণিকভাবে পরিকল্পনা করে অভিযান চালানো হয়।
ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে সোহেল রানা পালানোর চেষ্টা করে। তবে সঙ্গীয় অফিসারদের সহায়তায় তাকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়। পরে স্থানীয় জনগণ ও স্বাক্ষীদের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে লুঙ্গির কোচে গুঁজে রাখা একটি লাল রঙের ‘সাকিব গুল’ এর কৌটার ভিতর থেকে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যা স্বচ্ছ পলিথিনে মোড়ানো ছিল।
গ্রেফতারকৃত সোহেল রানার বাড়ি সদর উপজেলার কুখাপাড়া এলাকার রেলমুন্টি এলাকায়। তার পিতার নাম মৃত ওয়াসিম আলী এবং মাতার নাম মোছাঃ জোলেখা খাতুন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আকতার হোসেন বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলমান আছে। যেকোনো তথ্য পেলেই আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি। সমাজ থেকে মাদক নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলবে।”
তিনি বলেন, আটক সোহেল রানার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় নীলফামারী সদর থানায় মামলা (নং-০৩, তারিখ-০৪/০৮/২০২৫) রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।