জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে “জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪”-এর প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান। এই স্মরণীয় অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে শহীদ ইকরামুল হক সাজিদের মা মোছাঃ নাজমা খাতুন লিপিকে।
সোমবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্ষপূর্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন, আহ্বায়ক, কেন্দ্রীয় জুলাই বিপ্লবের ১ম বর্ষ উদযাপন কমিটি। অনুষ্ঠান সঞ্চালনা করবেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন।
আগামী মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের চত্বরে এ অনুষ্ঠান শুরু হবে। আয়োজনের মধ্যে থাকবে আলোচনা সভা ও জুলাই অভ্যুত্থান স্মরণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম। এছাড়া আরও উপস্থিত থাকবেন ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ মোশাররফ হোসেন।
জুলাই অভ্যুত্থানের স্মৃতিকে ধারণ করে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সবাইকে গুরুত্ব সহকারে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।