× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঝিনাইগাতীতে সামান্য বৃষ্টিতেই হাঁটুপানি, চরম দুর্ভোগে পথচারীরা

আতিকুর রহমান খান,ঝিনাইগাতী শেরপুর প্রতিনিধি।

০৪ আগস্ট ২০২৫, ১৮:৪৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা, আর তাতেই নিত্যদিন দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। উপজেলার প্রধান সড়ক ঝিনাইগাতী-শেরপুর সড়কের শিমুলতলী এলাকায় বৃষ্টির পরপরই হাঁটুসমান পানি জমে থাকে, যা পথচারী, শিক্ষার্থী, বৃদ্ধ, রোগীসহ সব শ্রেণি-পেশার মানুষের চলাচলে চরম দুর্ভোগের কারণ হয়ে উঠেছে।

স্থানীয়রা অভিযোগ করে জানান, দীর্ঘদিন ধরে সড়কের ড্রেনেজ ব্যবস্থা অকেজো হয়ে পড়ে আছে। ফলে অল্প বৃষ্টিতেই পানি জমে সড়ক পরিণত হয় জলাবদ্ধতায়। এতে যান চলাচলও বিঘ্নিত হচ্ছে। সাধারণ মানুষের অভিযোগ, একাধিকবার বিষয়টি মৌখিকভাবে সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

একজন স্থানীয় বাসিন্দা, নাম প্রকাশে অনিচ্ছুক, বলেন, “প্রতিবারই সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে প্রকল্প অনুমোদনের আশ্বাস দেওয়া হয়, কিন্তু বাস্তবে কোনো অগ্রগতি দেখা যায় না। সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি জমে থাকে—এটি আমাদের এলাকার জন্য লজ্জাজনক একটি বিষয়।”

তিনি আরও বলেন, “এই প্রধান সড়ক দিয়েই স্কুল-কলেজগামী শিক্ষার্থী, সাধারণ যাত্রী, এমনকি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও যাতায়াত করেন। জলাবদ্ধতার কারণে চলন্ত গাড়ির চাকার ছিটকে পড়া নোংরা পানি পথচারীদের গায়ে লেগে জামাকাপড় নষ্ট হয়, সৃষ্টি হয় বিশ্রী পরিস্থিতির।”

এ বিষয়ে জানতে চাইলে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল বলেন,
“নাগরিক দুর্ভোগ লাঘবে দ্রুত ড্রেনেজ ব্যবস্থা সংস্কার এবং পানি নিষ্কাশনের টেকসই ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। আমি ইতোমধ্যে সরেজমিনে পরিদর্শন করেছি এবং সমস্যার মূল কারণ চিহ্নিত করে সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি। আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি দ্রুত সমস্যার স্থায়ী সমাধান নিশ্চিত করতে।”

শেরপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান বলেন,
“সড়কের জলাবদ্ধতা একটি গুরুত্বপূর্ণ সমস্যা, যা জনদুর্ভোগ সৃষ্টি করছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছি। সরেজমিনে পরিদর্শনের ভিত্তিতে দ্রুত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের জন্য প্রকল্প প্রস্তাব প্রক্রিয়াধীন রয়েছে। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দ্রুত সংস্কারকাজ শুরু করবো।”

ঝিনাইগাতী উপজেলার জনগণের প্রত্যাশা, শুধু আশ্বাসে নয়—বাস্তব পদক্ষেপে জলাবদ্ধতা সমস্যা নিরসন হোক এবং প্রধান সড়কে যেন সাধারণ মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে, তা নিশ্চিত হোক দ্রুততম সময়ের মধ্যেই।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.