× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জাতিসংঘ মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের প্রতিবাদে জবিতে বিক্ষোভ

জবি প্রতিনিধি।

০৪ আগস্ট ২০২৫, ১৯:১২ পিএম

ছবিঃ সংগৃহীত।

জাতিসংঘ মানবাধিকার কমিশনের (OHCHR) কার্যালয় বাংলাদেশে স্থাপনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাধারণ শিক্ষার্থীরা।

রোববার (৩ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি ইন্টেরিম সরকার জাতিসংঘ মানবাধিকার কমিশনের সঙ্গে তিন বছর মেয়াদি একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে, যা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ। বক্তারা প্রশ্ন তোলেন, “বিশ্বের যে ১৮টি দেশে OHCHR-এর অফিস আছে, সেগুলোর বেশিরভাগই গৃহযুদ্ধপূর্ণ, অর্থনৈতিকভাবে দুর্বল কিংবা রাজনৈতিকভাবে অস্থির। বাংলাদেশ তো সেসব দেশের মতো নয়—তাহলে এখানে কেন এই কার্যালয়?”

ফার্মেসি বিভাগের শিক্ষার্থী নাঈমুর রহমান বলেন, “গাজায় OHCHR-এর কার্যালয় রয়েছে, কিন্তু সেখানে চলমান গণহত্যা রোধে তারা কার্যকর কোনো ভূমিকা নিতে পারেনি। সিরিয়াতেও দীর্ঘদিন গৃহযুদ্ধ চলেছে, তখন তারা কী করেছে? তাদের বিরুদ্ধে পশ্চিমা সাম্রাজ্যবাদের স্বার্থ রক্ষার অভিযোগ রয়েছে।”

তিনি আরও বলেন, “এই কমিশন সরকারকে LGBTQ অধিকারের নামে সমাজে বিভ্রান্তিকর শিক্ষা ব্যবস্থা চাপিয়ে দিতে চায়, যেমন ‘Comprehensive Sexual Education (CSE)’। তারা দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে এবং সরকারকে চাপ দিয়ে নানা সিদ্ধান্ত নিতে বাধ্য করে। এমনকি অনুদান বন্ধ করার হুমকিও দেয়।”

সমাবেশে বক্তারা আশঙ্কা প্রকাশ করেন, এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের আইন ও সামাজিক কাঠামোয় গভীর হস্তক্ষেপ হতে পারে। তারা বলেন, “আর্টিকেল ৩৭৭ পরিবর্তনের মাধ্যমে সমকামিতাকে বৈধতা দেওয়া, মায়ানমারের সংঘাতে বাংলাদেশকে জড়ানো, পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা প্রত্যাহারে চাপ সৃষ্টি এবং বিচ্ছিন্নতাবাদীদের প্রতি সহমর্মিতা—এসবই হতে পারে এর পরিণতি।”

বক্তারা আরও বলেন, “ইন্টেরিম সরকারের মূল দায়িত্ব ছিল রাজনৈতিক সংস্কার ও জবাবদিহিতা প্রতিষ্ঠা। কিন্তু তারা উল্টো বিতর্কিত চুক্তি করছে, নারী সংস্কার কমিশনের মাধ্যমে সামাজিক মূল্যবোধে আঘাত করছে এবং একটি ‘এনজিও সরকারে’ পরিণত হয়েছে।”

সমাবেশে বক্তারা ইন্টেরিম সরকারের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বলেন, “মানবাধিকার কমিশনের সঙ্গে এই আত্মঘাতী চুক্তি বাতিল করতে হবে, অন্যথায় জনগণ রাস্তায় নামবে। যেভাবে আপনাদের ক্ষমতায় বসানো হয়েছে, ঠিক একইভাবে অপসারণ করতেও আমরা প্রস্তুত।”

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.