× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

যৌন হয়রানির অভিযোগে বেরোবি শিক্ষক বরখাস্ত

কামরুল হাসানন টিটু, রংপুর ব্যুরো

০৪ আগস্ট ২০২৫, ১৯:৫২ পিএম

ছবিঃ সংগৃহীত।

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি)  যৌন হয়রানির অভিযোগে পরিসংখ্যান বিভাগের  অধ্যাপক ড. মোঃ রশীদুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। 

গতকাল রোববার (০৩ আগস্ট)  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর নির্দেশক্রমে রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ স্বাক্ষরিত এক চিঠিতে তাকে সাময়িক বরখাস্তের আদেশ প্রদান করা হয়।

এক নারী শিক্ষার্থীর অভিযোগের পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির সুপারিশের আলোকে এবং বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ১১৩তম সভার সিদ্ধান্তক্রমে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা ২০১৮ অনুযায়ী পরিসংখ্যান বিভাগের  অধ্যাপক ড. মো. রশীদুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

এ বিষয়ে বেরোবি উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, যত বড় ব্যক্তিই হোক না কেন যৌন হয়রানির বিষয়ে ক্যাম্পাসে জিরো টলারেন্স করা হয়েছে। এ ধরনের অপরাধ থেকে কেউ যেন পার না পায়  সেজন্য বিশ্ববিদ্যালয়ের আইন অনুসারে প্রশাসন সর্বোচ্চ ব্যবস্থা নিবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.