× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রত্যন্ত অঞ্চলে গড়ে ওঠা কমিউনিটি ক্লিনিকগুলো দিনদিন গুরুত্ব রাখছে- চেয়ারম্যান মংপু

বান্দরবান প্রতিনিধি।

০৬ আগস্ট ২০২৫, ১৬:৩৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

জেলার প্রত্যন্ত অঞ্চলে মানুষের স্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কমিউনিটি ক্লিনিক। গ্রামীণ নারী ও শিশুদের চিকিৎসাসেবার ভরসাস্থল হিসেবে প্রত্যন্ত অঞ্চলে গড়ে ওঠা কমিউনিটি ক্লিনিকগুলো দিনদিন অবদান রাখছে বলে মন্তব্যে করেছেন কুহালং ইউপি চেয়ারম্যান মংপু মারমা।

আজ বুধবার সকালে কুহালং ইউনিয়ন পরিষদের হল রুমে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে এসব মন্তব্যে করেন তিনি ।

চেয়ারম্যান মংপু মারমা বলেন, কমিউনিটি ক্লিনিকের সুফল ভোগ করছেন প্রান্তিক পর্যায়ের অবহেলিত নারী, শিশু ও কিশোরীরা। ভবিষ্যতে প্রতিটি গ্রাম কিংবা মহল্লায় স্বাস্থ্যসেবার মান আরো নিশ্চিত করতে এবং রোগীদের নির্দিষ্ট সময়ে চাহিদাপূরণ করার আহ্বান জানান।

এসময় বেসরকারি এনজিও সংস্থা ডিকোনিয়া সহযোগিতায় ও বিএনকেএস আয়োজনে কমিউনিটি ক্লিনিকের সেবারমান উন্নয়নে স্থানীয় জনগণের গণশুনানি শুরু হয়। স্বাস্থ্যসেবার মান আরো ত্বরান্বিত করতে অংশ নেয়া শতাধিক নারীরা মত প্রকাশ করেন।

অংশ নেয়া নারীরা বক্তারা বলেন, সর্দি-কাশি থেকে শুরু করে ডায়রিয়া কিংবা অন্যান্য অসুখ হলেও এসব ক্লিনিকে ছুটে যায়। এসব ক্লিনিকের মাধ্যমে মা ও শিশুর স্বাস্থ্যসেবা, প্রজনন স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা সেবা, টিকাদান কর্মসূচি, পুষ্টি, স্বাস্থ্যশিক্ষা, পরামর্শসহ বিভিন্ন সেবা পাওয়া যায়। কিন্তু প্রায় সময় নির্দিষ্টভাবে প্রয়োজনীয় ঔষধ ও ক্লিনিক খোলা পাওয়া যায় না। একই সাথে রোগীদের ব্যবহার করতে প্রয়োজনীয় গৌচাগার ব্যবস্থা নাই। যার কারণে সেবা নিতে আসা রোগীরা রোগীরা নানা সমস্যা সম্মুখীন হতে হয়। তাই ভবিষ্যতে চাহিদা মতন ঔষধসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী মজুদ ও উন্নত করা আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা স্বাস্থ্য পরিদর্শক দোলন কান্তি দাশ, সহকারী উথোয়াই মং, উপ-নিবার্হী পরিচালক উবানু মারমা, প্রশিক্ষণ অফিসার পারমিতা চাকমা,কমিউনিটি ক্লিনিকে সিএইচসিপি মংম্যানু মারমা, ইউপি সদস্যা উনাইচিং মারমা, মেপু মারমা সকল ওর্য়াডের ইউপি সদস্য ও সদস্যরা উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.