× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাংবাদিকের পিতার কবর জিয়ারত করলেন বিএনপি নেতা এ্যাড রোকন উদ্দিন মিয়া

মাদারীপুর প্রতিনিধি।

০৬ আগস্ট ২০২৫, ১৬:৪৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক এবং সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এ্যাডভোকেট মো. রোকন উদ্দিন মিয়া জাতীয় সাংবাদিক সংস্থা মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক ইমদাদুল হক মিলনের প্রয়াত পিতা আলহাজ্ব ডাক্তার মো. সিরাজুল হক সরদারের কবর জিয়ারত করেছেন।

তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী। বুধবার (৬ আগস্ট) দুপুরে মাদারীপুর সদর উপজেলার উত্তর চিড়াইপাড়া গ্রামে মরহুমের পারিবারিক কবরস্থানে কবর জিয়ারত করেন। এসময় তিনি নিজেই দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। কবর জিয়ারত শেষে এ্যাডভোকেট রোকন উদ্দিন মিয়া পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং গভীর সমবেদনা জানান।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি শরীফ মো. ফায়েজুল কবীর, সাংগঠনিক সম্পাদক মো. সবুজ মিয়া, সাংবাদিক নাহিদ তালুকদার, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আবদুল কুদ্দুস পান্না হাওলাদার, জিয়া পরিষদ মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শরীফ মোঃ মহিউদ্দিন হাফিজ, সহ-সভাপতি মোঃ বাদল, কামাল হোসেন, মসজিদের ইমাম মাওলানা রুহুল আমিন, মরহুমের পরিবারের সদস্যগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রসঙ্গত, আলহাজ্ব ডাক্তার মো. সিরাজুল হক সরদার গত ২৫ জুলাই (শুক্রবার) রাত সাড়ে ১১টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। কর্মজীবনে তিনি সুদীর্ঘ ৫৫ বছর সাধারণ মানুষকে চিকিৎসা সেবা দিয়েছন এবং অবসরপ্রাপ্ত শিক্ষকও ছিলেন। এছাড়া এলাকার মানুষের কাছে একজন শ্রদ্ধাভাজন ও পরোপকারী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.