সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) । বুধবার (০৬ আগস্ট) সকালে সিরাজগঞ্জ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের সুবর্ণসাড়া থেকে বেলকুচি পৌরসভা কমপ্লেক্স এলাকা পর্যন্ত এ উচ্ছেদ অভিযানের কাঁচা-পাকা দোকান-পাট সহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান, উপ-বিভাগীয় প্রকৌশলী মো: পারভেজ। এছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যসহ র্যাব, পুলিশ সদস্যবৃন্দ।
জানা গেছে, সড়কের অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নিতে পাউবো থেকে নোটিশ দিয়ে এবং মাইকিং করা হয়। পরে ভেকু নিয়ে উচ্ছেদ অভিযানে আসে। এ সময় কয়েকটি স্থাপনা ভাঙা হলে তড়িঘড়ি করে মালামালসহ বাকি স্থাপনাগুলো সরিয়ে নেন দোকানিরা।এবিষয়ে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো: পারভেজ জানান, দীর্ঘ দিন ধরে সুবর্ণসাড়া হইতে পৌরসভা পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের জায়গা অবৈধ ভাবে দখল করে দোকানপাট বা অন্যান্য স্থাপনা তৈরি করা হয় । দখলদারদের নোটিশ দিয়ে পাউবোর জায়গা ছেড়ে দেবার নির্দেশনা প্রদান করা হয়েছিল। নির্দিষ্ট সময়ের মধ্যে স্থাপনা সরিয়ে না নেয়ায় অভিযান পরিচালনার মাধ্যমে উচ্ছেদ করা হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান জানান, আমাদের উচ্ছেদ অভিযানটা হচ্ছে পৌর এলাকার পাউবোর আঞ্চলিক সড়কের দুই পাশের অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান। অবৈধ দখলদারদের হাত থেকে দখলমুক্ত রাখতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে এবং তা অব্যাহত থাকবে। জনগুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়কের দুই পাশে সংস্কার এবং উন্নয়ন করা হবে।