× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গোপালগঞ্জে জামায়াত ও বিএনপির পৃথক পৃথক বিজয় মিছিল

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ প্রতিনিধি।

০৬ আগস্ট ২০২৫, ১৭:৫৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গোপালগঞ্জে জামায়াতে ইসলামী বাংলাদেশ গণমিছিল ও জাতীয়তাবাদী দল (বিএনপি) পৃথকভাবে বিজয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৫ আগস্ট) সাড়ে ১১টায় গোপালগঞ্জ পৌর নিউ মার্কেটের সামনে থেকে সদর উপজেলা বিএনপি একটি বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি পাঁচুড়িয়া, কোর্ট এলাকা, পোস্ট অফিসের মোড় , চৌরঙ্গী সহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোপালগঞ্জ শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামের সামনে বটতলায় গিয়ে শেষ হয়। সেখানে নেতা-কর্মীরা সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেন। সমাবেশে বক্তব্য রাখেন, গোপালগঞ্জ জেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রাফিকুজ্জামান, সদস্য সচিব এ্যাড. কাজী আবুল খায়ের, সদস্য ডাঃ কে এম বাবর, সদস্য এ্যাড. এম এ সেলিম, এ্যাড. তৌফিকুল ইসলাম, বিএনপি গোপালগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, সাধারণ সম্পাদক ফজলুল হক (দারা) প্রমূখ। এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একই সময় গোপালগঞ্জ এস কে আলীয়া মাদ্রাসা এলাকার সামনে থেকে জামায়াতে ইসলামী বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার উদ্যোগে একটি গণমিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লঞ্চঘাট এলাকায় এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী বাংলাদেশ, গোপালগঞ্জ জেলা শাখার আমীর ও গোপালগঞ্জ-৩ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যাপক রেজাউল করিম, গোপালগঞ্জ-২ আসনের প্রার্থী ও জেলা জামায়াতের সাবেক আমির এ্যাড. আজমল হোসেন সরদার, গোপালগঞ্জ-১ আসনের প্রার্থী ও জেলা জামায়াতের সাবেক আমির আব্দুল হামীদ ও জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী আল-মাসুদ খানসহ স্থানীয় নেতাকর্মীরা। 

গোপালগঞ্জ জেলা জামায়াতের আমীর এম এম রেজাউল করিম বলেন, জুলাই -আগস্ট অভ্যুত্থানের যে বিপ্লব, এই বিপ্লবের চেতনাকে ধারণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী আল-কোরআনের আদর্শ ও কল্যাণমূলক রাষ্ট্র তৈরি করতে চায়। আমরা আশা করি জনগণ বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ভোট দিয়ে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত একটি আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তুলার সুযোগ করে দিবেন। আপনারা ৫৪ বছরের শাসন দেখেছেন, আমরা ওয়াদা দিচ্ছি জনগণের টাকা জনগণকে নিয়েই সম বন্টন করা হবে। 

এর আগে সকালে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে‌ গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই অভ্যুত্থানে নিহত ৭ জন শহিদের বেদীতে শ্রদ্ধা নিবেদন পর বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়াও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষন "স্বচ্ছতা'য় জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মিলনে জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (অঃ দাঃ) ও গোপালগঞ্জ পৌর প্রশাসক (অঃ দাঃ) অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম তারেক সুলতান, জেলা বিএনপি'র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রাফিকুজ্জামান, জেলা জামাতের আমীর অধ্যাপক রেজাউল করীম সহ শহিদ পরিবার ও জুলাই যোদ্ধারা অংশগ্রহণ করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.