জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অনুষ্ঠিত হয়েছে এক মনোমুগ্ধকর কাওয়ালী সন্ধ্যা। জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটি (JnuDS) এই ব্যতিক্রমধর্মী সাংস্কৃতিক আয়োজনের আয়োজন করে।
মঙ্গলবার (০৫ আগস্ট) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের মাঠে অনুষ্ঠিত এ আয়োজনে কাওয়ালী পরিবেশন করেন দেশের খ্যাতনামা শিল্পী নাদিম কাওয়াল ও ‘কাশিদা’ শিল্পী গোষ্ঠী।
'আফরিন আফরিন’, 'কুন ফায়া কুন', ‘তাজ এ দারে হারাম’, ‘মাস্ত কালান্দার’, ‘হালকা হালকা সুরুর’সহ একের পর এক জনপ্রিয় কাওয়ালী সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শিল্পীরা উপস্থিত দর্শকদের এক অন্যরকম আবেশে বিমোহিত করেন।
আপ বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য মাসুদ রানা বলেন,"জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি সঠিকভাবে উদযাপন করতে ব্যর্থ হলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির আয়োজনে আজকের কাওয়ালী আমাকে মুগ্ধ করেছে। সারাদিন মনটা খারাপ হয়ে ছিলো। সন্ধ্যার পর কাওয়ালীতে গিয়ে মনটা ভালো হয়ে গেলো।"
ইতিহাস বিভাগের শিক্ষার্থী রাকিব হাসান বলেন, “এই ব্যস্ত একাডেমিক জীবনে এমন চমৎকার একটা আয়োজন আমাদের মনকে সত্যিই প্রশান্তি দিয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটিকে ধন্যবাদ জানাই এমন ব্যতিক্রমী আয়োজন করার জন্য।”
আয়োজকরা জানান, “জুলাই আন্দোলনের চেতনার সঙ্গে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে যুক্ত করতে চেয়েছি। কাওয়ালী সেই ভাবনারই এক চমৎকার রূপ।”
উল্লেখ্য, পুরো আয়োজনটি ছিল সুপরিকল্পিত ও সুশৃঙ্খল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে উপভোগ করেন ঐতিহ্যবাহী এই কাওয়ালির মুগ্ধতা।