ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের কৃতি কন্যা মেহনাজ পারভিন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য ফ্লোরিডা আটলান্টিক ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব মিসিসিপি থেকে সমাজবিজ্ঞান বিষয়ে মাস্টার্স করার জন্য ফুল ফান্ডেড স্কলারশিপ অর্জন করেছেন। এ অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয় বরং এলাকার এবং দেশের সকল শিক্ষার্থীর জন্য এক অনন্য অনুপ্রেরণা।
মেহনাজের শিক্ষাযাত্রা শুরু হয় গ্রামের রামকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। মাধ্যমিক শেষ করেন মিতালি বিদ্যা নিকেতন থেকে, উচ্চ মাধ্যমিক পড়েন সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজে। এরপর তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তি হয়ে মেধার স্বাক্ষর রেখে ডিগ্রি অর্জন করেন।
ডিগ্রি শেষ না হতেই তার পরিশ্রম ও প্রতিভার স্বীকৃতি আসে—যুক্তরাষ্ট্রের দুই মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয় থেকে ফুল ফান্ডিং স্কলারশিপের অফার।
নিজের অনুভূতি প্রকাশ করে মেহনাজ বলেন- আমি ইসলামিক স্টাডিজ ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, তাই পথটা আমার জন্য সহজ ছিল না। অনেকেই মনে করে এই বিভাগ থেকে আমেরিকার ফুল ফান্ডিং পাওয়া সম্ভব নয়। কিন্তু আমি হাল ছাড়িনি। প্রায় এক বছরের কঠোর পরিশ্রমের পর অবশেষে সফল হয়েছি। আমি চাই অন্যরাও চেষ্টা করুক, কারণ আমাদের বিভাগেও অনেক ভালো কোর্স আছে, যা দিয়ে আন্তর্জাতিক স্কলারশিপ পাওয়া সম্ভব।
তিনি আরও বলেন, ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা প্রায়ই ভুলভাবে মনে করেন—আন্তর্জাতিক সুযোগ সীমিত। কিন্তু সঠিক পরিকল্পনা, ধৈর্য আর নিরলস চেষ্টায় অসম্ভবকে সম্ভব করা যায়।
মেহনাজ পারভিনের এই সাফল্য শুধু তার পরিবারের গর্ব নয়—এটি সালথার সকল শিক্ষার্থীকে স্বপ্ন দেখাবে, তাদের পড়াশোনায় নতুন উদ্যম যোগাবে এবং আন্তর্জাতিক অঙ্গনে এগিয়ে যাওয়ার সাহস জোগাবে।