× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

খুলনায় হতদরিদ্রদের নিয়ে কাজ করবে ওয়ার্ল্ড ভিশন : সহযোগিতা করবে কেসিসি

মোঃ নুরুল আমিন,খুলনা ব্যুরো

০৬ আগস্ট ২০২৫, ১৮:১৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

খুলনার হতদরিদ্র পরিবার, শিশু, প্রতিবন্ধী ও প্রান্তিক জনগোষ্ঠীকে সহায়তার জন্য কাজ করবে বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। নগরীর ৩১টি ওয়ার্ডে ‘খুলনা শহর এরিয়া কর্মসূচি’ নামের এই প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। এ কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করবে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)।

বুধবার সকালে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে ওয়ার্ল্ড ভিশন ও কেসিসি'র ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে এক সমন্বয় সভায় এই ঘোষণা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শরীফ আসিফ রহমান।

সভায় জানানো হয়, এই কর্মসূচির মূল লক্ষ্য হলো খুলনাকে শিশুদের জন্য একটি বাসযোগ্য, ন্যায়সঙ্গত এবং অন্তর্ভুক্তিমূলক শহর হিসেবে গড়ে তোলা। কর্মসূচির আওতায় দারিদ্র্য বিমোচন, অপুষ্টি দূরীকরণ, ঝরে পড়া রোধ, শিশুশ্রম ও বাল্যবিবাহ বন্ধে কাজ করা হবে। এছাড়াও প্লাস্টিক দূষণ কমানো এবং কার্বন নিঃসরণ হ্রাস করার মতো বিষয়গুলো নিয়েও কাজ করবে সংস্থাটি।

ওয়ার্ল্ড ভিশন ২০২৪ সাল থেকে এই প্রকল্পটি পরিচালনা করছে। এই প্রকল্পের মাধ্যমে হতদরিদ্র পরিবার, শিশু, এতিম, প্রতিবন্ধী, বিধবা, প্রান্তিক কৃষক, কিশোর-কিশোরী এবং গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েরা উপকৃত হবেন।

সভায় সভাপতির বক্তব্যে কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা শরীফ আসিফ রহমান নগরবাসীর কল্যাণে পরিচালিত সকল কাজে কেসিসি’র পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

সভায় কেসিসি’র অন্যান্য কর্মকর্তাদের মধ্যে প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কোহিনুর জাহান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলামসহ বিভিন্ন ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভাটি পরিচালনা করেন ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার ফুলী সরকার।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.