দুর্নীতির অভিযোগ তদন্তে ফেনী পানি উন্নয়ন বোর্ডে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৬ আগস্ট) সংস্থার সহকারী পরিচালক আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
জানা গেছে, সাম্প্রতিক বন্যায় ভেঙ্গে যাওয়া মুহুরী নদীর তীরবর্তী বাঁধের কাজে অনিয়ম দুর্নীতির অভিযোগে অভিযান চালায় দুদকের একটি টিম। বুধবার সকালে তারা পানি উন্নয়ন বোর্ডের কার্যালয়ে আসেন। বিভিন্ন কাগজপত্র ও নথি দেখেন। এরপর সরেজমিন পরিদর্শনের জন্য ফুলগাজী ও পরশুরামের বাঁধের ভাঙ্গা স্থান পরিদর্শন করেন।
দুদক জানায়, সরেজমিন পরিদর্শন ও বিস্তারিত তদন্তের পর ৪৮ ঘন্টার মধ্যে আনুষ্ঠানিকভাবে রিপোর্ট পেশ করবে দুদক। সংস্থার সহকারী পরিচালক আবদুল্লাহ আল নোমান এ তথ্য নিশ্চিত করেছেন।