× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাইবান্ধায় ভুয়া কাগজে জমি জবরদখলের অভিযোগে সংবাদ সম্মেলন

আতিকুর রহমান আতিক, গাইবান্ধা প্রতিনিধি।

০৬ আগস্ট ২০২৫, ১৯:১৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

গাইবান্ধার সুন্দরগঞ্জে ভুয়া কাগজপত্র তৈরি করে পৈত্রিক জমি জবরদখলের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন জমির প্রকৃত মালিক মিজানুর রহমান প্রামাণিক। বুধবার (৬ আগস্ট) বিকেলে সুন্দরগঞ্জ পৌর শহরের একটি মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

মিজানুর রহমান উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের কিশামত হলদিয়া গ্রামের শামছুল হকের ছেলে। সংবাদ সম্মেলনে তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন আব্দুর রশিদ মিয়া।

লিখিত বক্তব্যে জানান, এসএ খতিয়ান নং-১২৫ অনুযায়ী ৫ একর ৯৩ শতক জমির ওপর মিজানুর রহমানের পৈত্রিক মালিকানা রয়েছে। ওই জমি নিয়ে তিনি ২০১৬ সালে গাইবান্ধা জেলা জজ আদালতে ৭৪/২০১৬ নম্বর একটি বাটোয়ারা মামলা দায়ের করেন, যা এখনো বিচারাধীন।

তিনি অভিযোগ করেন, একই জমির অংশীদার ফেরাজ উদ্দিন ১৯৬৩ সালে তার পৈত্রিক সূত্রে প্রাপ্ত ৪৯ শতক জমির মধ্যে ৪২ শতক আব্দুল মান্নান প্রামাণিক এবং ৭ শতক দখর হাজির কাছে বিক্রি করেন। এরপর ১৯৬৫ সালে ফেরাজ উদ্দিন গোপনে বড় ভাইয়ের দাগ ও খতিয়ান ব্যবহার করে নয়া প্রামাণিকের কাছে আরও ৩৫ শতক জমি বিক্রি করেন।

পরবর্তীতে নয়া প্রামাণিক ওই জমি মোকলেছার, হায়দার ও আব্দুল আউয়ালের কাছে বিক্রি করেন। মামলার বিষয়টি গোপন রেখে আব্দুল আউয়াল ২০১৯ সালে খারিজ করেন। বিষয়টি জানতে পেরে শামছুল হকের পরিবার এসিল্যান্ড অফিসে অভিযোগ করেন। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা প্রত্যয় কুমার রায় তদন্ত করে ৪৭/২০১৯ নম্বর খারিজ বাতিলের সুপারিশসহ প্রতিবেদন দাখিল করেন। তারপরও আব্দুল আউয়াল ২০২৪ সালে জমিটি রিয়াদ হাসানের কাছে বিক্রি করেন বলে অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ধোপাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আংগুর মিয়া দলীয় প্রভাব খাটিয়ে বসতবাড়িতে অগ্নিসংযোগ, পুকুরের মাছ নিধন, রাতের আঁধারে হামলা এবং প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন।

এছাড়াও, ১৫ বছর আগে পুড়ে যাওয়া একটি পুরনো গাছকে কেন্দ্র করে মিথ্যা অভিযোগ দিয়ে নতুন করে হয়রানির চেষ্টা চলছে। ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা মোখলেছুর রহমান তার প্রতিবেদনে এসব অভিযোগকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন।

সংবাদ সম্মেলনে মিজানুর রহমান প্রশাসনের প্রতি দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ, পারিবারিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জবরদখল চেষ্টাকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.