× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বড়াইগ্রামে সেনা অভিযানে মাছ ধরার ৩০ টি জাল পুড়িয়ে ধ্বংস

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি।

০৬ আগস্ট ২০২৫, ১৯:৩১ পিএম

ছবিঃ সংগৃহীত।

 নাটোরের বড়াইগ্রাম উপজেলায় সেনা ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে বুধবার মাছ ধরার ২৩ টি চায়না দুয়ারি ও ৭ টি কারেন্ট জাল মোট ৩০ টি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়। 

প্রশাসন ও স্থানীয়সুত্রে জানা যায়, বড়াইগ্রামের আটঘরিয়া স্লুইসগেট সংলগ্ন বড়াল নদী হতে এসব জাল জব্দ করা হয়। সেখানে  বড়াইগ্রাম উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: মুরাদ হোসেন প্রামানিক, বাগাতিপাড়া উপজেলাা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস. এম. মাহমুদুল হাসান সহ সেনাবাহিনী উপস্থিত ছিলেন। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অসদুপায়ী মৎস্য আহরণকারীরা তাদের জাল ফেলে দ্রুত পালিয়ে যায়। তখন এলাকাবাসীর সহযোগিতায় জালগুলে উদ্ধার করে পুড়িয়ে ধ্বংস করা হয়। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.