খুলনার দৌলতপুর থানা যুবদলের সাবেক সহ-সভাপতি মাহবুব রহমান মোল্লাকে নির্মমভাবে হত্যার প্রতিবাদ, সুষ্ঠু তদন্তের দাবি এবং প্রকৃত খুনিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে খুলনা। আজ (বৃহস্পতিবার) দুপুরে খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এক বিশাল মানববন্ধনের আয়োজন করা হয়। নিহত মাহবুবের পরিবার এবং মহেশ্বরপাশা পশ্চিমপাড়া নবারুণ যুব সংঘের যৌথ উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, মহানগর বিএনপির দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম টিপু, নিহত মাহবুবের বাবা আব্দুল করিম মোল্লা, চাচা রহিম মোল্লা এবং ভাই মিজানুর রহমান। স্বজনদের কান্না এবং ক্ষুব্ধ বক্তব্যে সেখানকার পরিবেশ ভারী হয়ে ওঠে।
খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা আবেগাপ্লুত কণ্ঠে বলেন, "মাহবুব ১৭ বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে সাহসী যোদ্ধার মতো লড়াই করেছেন। তিনি ছিলেন বিএনপির পতাকাতলে এক অকুতোভয় সৈনিক। সেই মাহবুবকে তার নিজ বাড়ির সামনে গুলি করে ও পায়ের রগ কেটে নির্মমভাবে হত্যা করা হয়েছে।"
তিনি ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, "খুলনায় একের পর এক হত্যাকাণ্ড ঘটছে, কিন্তু কোনোটিরই বিচার হচ্ছে না। খুলনা আজ বিচারহীনতার নগরীতে পরিণত হয়েছে। এখানকার মানুষ বাড়ি থেকে বের হলে নিরাপদে ফিরতে পারবে কিনা, তা নিয়ে তাদের পরিবারের লোকজন শঙ্কিত থাকে।" মনা বলেন যে শুধু মাহবুব হত্যা নয়, এর পরেও শহরে আরও অনেক হত্যাকাণ্ড ঘটেছে, কিন্তু পুলিশ কোনোটিরই সুরাহা বা আইনি ব্যবস্থা নিতে পারেনি।
প্রশাসনের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে শফিকুল আলম মনা বলেন, "আজকের এই মানববন্ধন থেকে আমরা অবিলম্বে মাহবুব হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। যদি এই হত্যাকাণ্ডের বিচার না হয়, তাহলে আমরা মহানগর বিএনপির পক্ষ থেকে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।" তিনি আরও বলেন, "মাহবুবের পিতাহারা ছোট ছোট বাচ্চার সুষ্ঠু বিচার নিশ্চিত করা প্রয়োজন।"
উল্লেখ্য, গত ১১ জুলাই, ২০২৫ তারিখে দৌলতপুর পশ্চিম মহেশ্বরপাশা এলাকায় নিজ বাসার সামনে দুর্বৃত্তদের গুলিতে ও ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন মাহবুবুর রহমান মোল্লা। দুর্বৃত্তরা তার দুই পায়ের রগও কেটে দেয়। এই ঘটনায় তার বাবা আব্দুল করিম মোল্লা দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে একাধিক দল কাজ করছে বলে জানালেও, এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো অগ্রগতি লক্ষ্য করা যায়নি।