× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মতলব উত্তরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

মো: তুহিন ফয়েজ,মতলব চাঁদপুর প্রতিনিধি।

০৭ আগস্ট ২০২৫, ১৫:৫৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

চাঁদপুরের মতলব উত্তরে সন্ত্রাস, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ,চুরি, ডাকাতি প্রতিরোধের লক্ষ্যে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগষ্ট) দুপুরে মতলব উত্তর থানা প্রাঙ্গনে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ মাদক নির্মূল, বাজার এলাকায় যানজট নিরসনে পুলিশের সহযোগিতা চেয়ে বক্তব্য রাখেন স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক ও এলাকার জনসাধারণ।

প্রধান অতিথির বক্তব্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ করে মাদক ও ইভটিজিং প্রতিরোধে সোচ্চার ভুমিকা রাখা সহ পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ জানান এসপি (সার্কেল মতলব) খায়রুল  কবির ৷

মতলব উত্তর থানার সেকেন্ট অফিসার আবু জাফরের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, পৌরবিএনপির সভাপতি নান্নু প্রধান,মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, উপজেলা বিএনপির সাবেক সংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন সপন,ছেংগারচর পৌরবিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,৭নং ওয়ার্ড জামাতের সভাপতি বাবুল মিয়া প্রদান,উপজেলা বিএনপি নেতা আমিনুল ইসলাম,ব্যবসায়ী কাউসার আহমেদ,গণঅধিকার পরিষদের আইন বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া,অধ্যাপক আবুল বাশার,ইসলামী আনন্দোলনের মতলব উত্তর উপজেলার সভাপতি হাবিবুর রহমান, তেজগাঁও থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান কবিরসহ রাজনৈতিক, সাংবাদিক, ব্যাবসায়ীসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.