রাজধানীর নিউমার্কেট এলাকার কাঁটাবন চৌরাস্তা মোড়ে পিকআপ ভ্যান ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মো. বজলু (৩৭) নামে একজন নিহত হয়েছেন। একই ঘটনায় পিকআপ ভ্যানের চালক মাসুদ রানা (৪২) গুরুতর আহত হয়েছেন।
গতকাল বুধবার (৬ আগস্ট) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক রাত সাড়ে ৩টার দিকে বজলুকে মৃত ঘোষণা করেন।
আহত পিকআপ ভ্যানচালক মাসুদ রানা হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত ব্যক্তি গাজীপুরের পূবাইলের মিরাবাজার এলাকার বাসিন্দা। তাদের বাড়ি নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলায়।
নিহতের ছেলে মো. সালমান জানান, আমরা জানতে পারি বাবা পিকআপ ভ্যানে ছিলেন। কাঁটাবন মোড়ে পিকআপ ও ট্রাকের মধ্যে সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাপুলিশকে অবহিত করা হয়েছে। আহত পিকআপ চালক মাসুদ রানাও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।