কিশোরগঞ্জে ত্রুটিযুক্ত প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে পিডিবির গ্রাহকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় পিডিবির গ্রহকদের আয়োজনে মুক্তমঞ্চ আখড়াবাজার ব্রিজ সংলগ্ন ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুস্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে মো. মামুন মিয়ার সভাপতিত্বে ও মো. বাচ্চু মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন মো. মাসুদ মিয়া, মো. কামাল উদ্দিন, মো. জুয়েল মিয়া, মো. বাদশা, মো. মঞ্জিল মিয়া, শরিফুল মিয়া, মো. মো. আলী, কালের নতুন সংবাদের সম্পাদক মো. খাইরুল ইসলামসহ অন্যান্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, ফ্যাসিষ্ট শ্বৈরাচার সরকারের আমলে এই প্রিপেইড বিদু্ৎ মিটার আরেক ভোগান্তির শিকার।
আমরা যারা প্রিপেইড মিটার ব্যবহার করি তাদের এক হাজার টাকায় ২৫০ টাকা নিয়ে যাচ্ছে। তাহলে প্রত্যেকজন গ্রাহকদের কাছ থেকে যদি এ ২৫০ টাকা নিয়ে যায় তাহলে কত টাকা তারা নিয়ে যাচ্ছে তা ভাববার বিষয়। যারা এই বিদ্যুতের প্রিপেইড মিটার ব্যবহার করছে তারা বর্তমানে চরম ভোগান্তির স্বীকার হচ্ছে। আসুন আমরা সবাই মিলে চরম অব্যবস্থাপনার বিরুদ্ধে রুখে দাড়াই।
মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেস করেন।